ত্রেকোণার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের আন্দাইর গ্রামে প্রতিপক্ষের লাঠির আঘাতে রিয়াদ মিয়া (১৩) নামে একজন চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে।
আজ রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে সে মারা যায়। এর আগে শনিবার (১২ মার্চ) দুপুরে তিনি প্রতিপক্ষের লাঠির আঘাতে সে মারাত্মকভাবে আহত হন।
রিয়াদ খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামের ফজুল হকের ছেলে। সে একই ইউনিয়নের পাঁচহাট গ্রামের একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয়দের বরাত দিয়ে খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল হক জানান, ১২ মার্চ দুপুরে ওই আন্দাইর গ্রামের রাস্তায় বাইসাইকেল চালিয়ে রিয়াদ পাশের একটি ট্রলিকে অতিক্রম করে যাচ্ছিল।
এসময় একই গ্রামের মিরাজ আলীর ছেলে ট্রলি চালক রামিম মিয়া (১৮) রিয়াদের সঙ্গে ঝগড়া জড়িয়ে যায়। এক পর্যায়ে রামিম লাঠি দিয়ে রিয়াদের ঘাড়ে আঘাত করলে গুরুতর জখমপ্রাপ্ত হয়।
স্বজনরা রিয়াদকে গুরুতর জখম অবস্থায় প্রথমে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানকার চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
জখমী রিয়াদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকালে মারা যায়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, এ ঘটনায় হত্যা মামলা হবে।