Top

৬ হাজার কর্মী ছাঁটাই করছে কান্তাস এয়ারওয়েজ

২৫ জুন, ২০২০ ৯:৪৪ পূর্বাহ্ণ
৬ হাজার কর্মী ছাঁটাই করছে কান্তাস এয়ারওয়েজ

মহামারি করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে ব্যয় সংকোচনের নীতি হিসেবে অস্ট্রেলীয় বিমান সংস্থা কান্তাস এয়ারওয়েজ ছয় হাজার কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। বিমান সংস্থাটির কর্তৃপক্ষের বরাতে বৃহস্পতিবারের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

অস্ট্রেলিয়ার জাতীয় পতাকাবাহী বিমান পরিবহন সেবা সংস্থাটির পক্ষ থেকে এ ঘোষণার অর্থ হলো কোম্পানিটির এক পঞ্চমাংশ কর্মী ছাঁটাই হচ্ছে। করোনার প্রকোপ শুরুর পর বিমান পরিবহন সেবা অচল হয়ে পড়লে গত মার্চে কোম্পানিটি ৮০ শতাংশ কর্মীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায়।

কান্তাস এয়ারওয়েজ জানিয়েছে, বিশ্বব্যাপী বিমান ভ্রমণ অচল হয়ে পড়ায় তাদের আয়ে তার ধ্বংসাত্মক প্রভাব পড়েছে। গত সপ্তাহে অস্ট্রেলিয়া সরকার জানায়, খুব সম্ভবত আগামী বছর পর্যন্ত দেশের সীমান্ত বন্ধ থাকবে। ফলে কান্তাস এয়ারওয়েজ আগামী অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়।

শুধু প্রতিবেশী নিউজিল্যান্ডের ক্ষেত্রে তা কার্যকর হবে না। বৃহস্পতিবার কান্তাস এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যালান জয়েস বলেন, শুধু চলতি বছর নয় আগামী তিন বছর কোম্পানির আয় কমে যাবে। ফলে ব্যাবসা টিকিয়ে রাখতে বাধ্য হয়েই স্বল্প পরিসরে কার্যক্রম পরিচালনার এই সিদ্ধান্ত।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ‌‘হাজার হাজার মানুষের ওপর মারাত্মক প্রভাব ফেলবে জানা সত্ত্বেও আমাদের এ পদক্ষেপ নিতে হচ্ছে। এছাড়া বিলিয়ন ডলারের আয়ে এমন পতনের পরও যদি আমরা দীর্ঘমেয়াদে যতটা সম্ভব চাকরি বাঁচাতে চাই তাহলে আমাদের হাতে খুব কমই বিকল্প রয়েছে।’

শেয়ার