Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

ডিসেম্বরে ডিএসইর মাধ্যমে রাজস্ব আদায় বেড়েছে ৮৭ শতাংশ

০৪ জানুয়ারি, ২০২১ ৩:০৭ অপরাহ্ণ
ডিসেম্বরে ডিএসইর মাধ্যমে রাজস্ব আদায় বেড়েছে ৮৭ শতাংশ
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আগের মাসের তুলনায় ডিসেম্বরে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ৮৭ শতাংশ। লেনদেনের চাঙ্গাবস্থার কারনে সরকারের রাজস্ব আদায়ে এই উন্নতি হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী বছরের ডিসেম্বর মাসে ডিএসইর মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ৩৪ কোটি ২৭ লাখ টাকা। যার পরিমাণ নভেম্বর মাসে ছিল ১৮ কোটি ২৮ লাখ টাকা। অর্থাৎ মাসের ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে ১৫ কোটি ৯৯ লাখ টাকা বা ৮৭ শতাংশ।

গত বছরের ডিসেম্বরে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ২১ কোটি ৫৯ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয়েছে ১২ কোটি ৬৮ লাখ টাকা। এ হিসাবে ডিসেম্বর মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ৩৪ কোটি ২৭ লাখ টাকা।

অন্যদিকে আগের মাসে অর্থাৎ নভেম্বরে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ১৭ কোটি ৪১ লাখ টাকা রাজস্ব আদায় হয়। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয় ৮৭ লাখ টাকা। এ হিসাবে নভেম্বর মাসে মোট রাজস্ব আদায় হয় ১৮ কোটি ২৮ লাখ টাকা।

শেয়ার