Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

শনিবারে ৪২ হাজার টন সয়াবিন তেল নিয়ে জাহাজ নোঙর করবে চট্টগ্রাম বন্দরে

১৬ মার্চ, ২০২২ ৪:৪৩ অপরাহ্ণ
শনিবারে ৪২ হাজার টন সয়াবিন তেল নিয়ে জাহাজ নোঙর করবে চট্টগ্রাম বন্দরে
মুহাম্মদ দিদারুল আলম,চট্টগ্রাম :

দেশে ভোজ্য তেলের বাজারে অস্থিরতার মধ্যে বিদেশ থেকে ‘এমটি স্ট্যাভেঞ্জার পাইওনিয়ার’ জাহাজে করে ৪২ হাজার ৮৫০ টন সয়াবিন তেল আসছে চট্টগ্রাম বন্দরে। শনিবার (১৯ মার্চ) জাহাজটি বন্দরে নোঙর করার কথা রয়েছে। এর আগে, গত ১০ মার্চ ‘এমটি লুকাস’ ও ‘এমটি প্যাসিফিক রুবি’ জাহাজে ৩২ হাজার টন ভোজ্যতেল এসেছে। মঙ্গলবার (১৫ মার্চ) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক এ তথ্য জানান।

চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, ৪২ হাজার ৮৫০ টন সয়াবিন তেল নিয়ে আগামী ১৯ মার্চ ‘এমটি স্ট্যাভেঞ্জার পাইওনিয়ার’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভেড়ার কথা রয়েছে। এ জাহাজে সিটি গ্রুপ, টিকে গ্রুপ, সেনা এডিবল অয়েল, বালাদেশ এডিবল অয়েলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তেল আছে। এই তিন জাহাজে মোট ৭৫ হাজার মেট্রিক টন অপরিশোধিত সয়াবিন তেল আনা হচ্ছে যার মাধ্যমে সারাদেশের ভোজ্যতেলের চাহিদা মেটানো হবে।

আমদানিকারকরা জানান, আমদানি করা অপরিশোধিত সয়াবিন শুরুতে পতেঙ্গার ট্যাংক টার্মিনালে রাখা হবে। শুল্ক কর পরিশোধন শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের কারখানায় রিফাইন করে বাজারে ছাড়বে।
মেঘনা গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, ‘আমরা সয়াবিন আমদানি অব্যাহত রেখেছি। দাম বাড়তি সত্ত্বেও বিদেশ থেকে সয়াবিন এনে খালাস করা হচ্ছে। খালাস শেষে বিভিন্ন প্রক্রিয়া শেষ করে বাজারজাত করা হবে।’ ‘আসন্ন রোজায় সয়াবিন তেলের সঙ্কট হবে না,’ বলেন তিনি।

মেঘনা গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা আরো বলেন, ‘সরকার আমদানি পর্যায়ে ভ্যাট কমিয়েছে। এর প্রভাব হয়ত বাজারে পড়বে। তবে আমাদের আমদানি করা সয়াবিনের ভ্যাটসহ অন্যান্য কর আগেই পরিশোধ করা হয়েছে।’

খাতুনগঞ্জের পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, ‘তেলের কোনো সংকট নেই। সয়াবিনের সরবরাহ পর্যাপ্ত আছে। চাকতাই-খাতুনগঞ্জে প্রতিদিন প্রায় ২শ ট্রাক তেল (প্রতি ট্রাকে ৬ হাজার ১২০ লিটার) বিক্রি হচ্ছে। এর মধ্যে ৫০ ট্রাক সয়াবিন এবং ১৫০ ট্রাক পামঅয়েল ও পাম সুপার।

এদিকে অর্থমন্ত্রণালয় থেকে জানানো হয়, সয়াবিন তেলের ক্ষেত্রে উপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ করা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিনের দাম নির্ধারণ করে দেয়। সরকারের নির্ধারণ করে দেয়া বাজারমূল্য অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিনের সর্বোচ্চ খুচরামূল্য ১৬৮ টাকা এবং বোতলজাত ৫ লিটারের দাম ৭৯৫ টাকা। এছাড়া খোলা সয়াবিন প্রতি লিটার সর্বোচ্চ ১৪৩ টাকা এবং খোলা পাম অয়েল লিটারপ্রতি ১৩৩ টাকা।

শেয়ার