বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (বিএডিসি) নেত্রকোণা এর উদ্যোগ ও কর্মপরিকল্পনায় ববিড পাইপ এলএলপি, গভীর নলকূপ ও খাল খননের মাধ্যমে চাষের আওতায় এসেছে পতিত জমি। ফলে বেড়েছে আবাদ, বাড়ছে খাদ্য উৎপাদন, লাভবান হচ্ছে কৃষক, উদ্বৃত্ত খাদ্যে সংযুক্ত হচ্ছে ফসল।
নেত্রকোণা বিএডিসি সেচ বিভাগ নেত্রকোণা চলতি ২১-২২ অর্থবছরে ২ কোটি ৫ লক্ষ টাকা ব্যয়ে ২৪টি প্রকল্পের আওতায় প্রায় ১ হাজার হেক্টর জমিতে টেকসই সেচ ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে। এর ফলে খাদ্য উৎপাদন হবে প্রতি হেক্টরে ৭০০ থেকে ৮০০ মেট্রিক টন। সবজি উৎপাদন হবে প্রতি হেক্টরে প্রায় ১ হাজার মেট্রিক টন।
খাল খনন ও অন্যান্য কারনে জলাবদ্ধতা থেকে উত্তরণ হয়ে ফসল উৎপদন হবে দ্বিগুন। এছাড়াও মাছের প্রজনন ও উৎপাদন ক্ষমতা বড়বে । দীর্ঘ দিনের জলাবদ্ধতা থেকে মুক্ত হবে কয়েক হেক্টর ভূমি।
নেত্রকোণার বিএডিস জোন সহকারী প্রকৌশলী সুদেব কর্মকার জানান চলতি অর্থ বছরে প্রায় ২৪টি উন্নত সেচ পাম্প বিভিন্ন পরিমানের ভূগর্ভস্থ সেচ নালা নির্মানের ফলে অনাবাদি ভূমি ফসল উৎপানের আওতায় এসেছে। এছাড়াও খাল খননের ফলে জমির জলাবদ্ধতা দুর করে ফসল উৎপাদনের আওতায় প্রায় ৫০০ হেক্টর জমি অতিরিক্ত হিসেবে বেড়েছে।
কৃষি সম্প্রসারনের পরিচালক মোবারক আলী জানান, বিএডিসির এই প্রকল্পের আওতায় অনেক অনাবাদী জমি আবাদের আওতায় এসেছে। বিএডিসি আরও দ্রুত কাজ করলে নেত্রকোণার অনেক অনাবাদী জমি ধান ও সবজি উৎপাদনের আওতায় আসবে। নেত্রকোণার ফসলে ফলন আরও অনেক বাড়বে ।
বিশেষ করে হাওর অঞ্চলে বিএডিসির এই প্রকল্পের আওতায় ও কৃষি সম্প্রসারনের তত্বাবধানে প্রচুর পরিমানে সবজি উৎপাদন হচ্ছে। যা হাওর এলাকার মানুষের কৃষি বিপ্লব বলে ধারণা করা হচ্ছে ।