পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন ভান্ডারিয়ার সাবেক ছাত্রলীগের সভাপতি ও বর্তমান যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার। এ উপলক্ষে গত রবিবার (১৩ মার্চ) নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামকে শুভেচ্ছা জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সিমা রানি ধর, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফাইজুর রসিদ খশরু, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, তেলিখালি ইউপি চেয়ারম্যান মোঃ সামসুদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা।
জানা গেছে, ভান্ডারিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ২০২২-এর নির্বাচনে গত ৬ই ফেব্রুয়ারি (রবিবার) বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার। কমিটিতে নির্বাচিত হলেন, সহ-সভাপতি আনিচুর রহমান আবু, ১ নম্বর ব্লকে সদস্য মোঃ বিল্লাল খান, ২ নম্বর ব্লকে আঃ হালিম, ৩ নম্বর ব্লকে মোঃ আছাদুল ইসলাম, ৪ নম্বর ব্লকে তারেক মাহমুদ রবিন, ৫ নম্বর ব্লকে মোঃ মিজানুর রহমান, ৬ নম্বর ব্লকে মোঃ মহসিন সবুজ। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন এর সার্বিক সহযোগিতায় এ নির্বাচন এর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ভবানি শংকর বল এবং সদস্য ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ মাইনুল হোসেন ও উপজেলা সমবায় সহকারি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।