Top

ঘুরে আসুন ভারতের রহস্যময় কয়েকটি দর্শনীয় স্থানে

১৭ মার্চ, ২০২২ ১:৪৬ অপরাহ্ণ
ঘুরে আসুন ভারতের রহস্যময় কয়েকটি দর্শনীয় স্থানে
ভ্রমণ ডেস্ক :

ভ্রমণপ্রেমীদের অন্যতম গন্তব্য ভারত। কেনা ভারত জুড়েই রয়েছে রহস্য ঘেরা দর্শনীয় স্থান। কিছু কিছু স্থান এতোটাই রহস্যে ঘেরা যা বারমুডা ট্রায়াঙ্গলকে হার মানাবেন। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক দর্শনীয় স্থান সম্পর্কে-

রূপকুণ্ড, উত্তরাখণ্ড

রূপকুণ্ড, উত্তরাখণ্ড: রূপকুণ্ড উত্তরাখণ্ডের চমোলি জেলায় অবস্থিত একটি হ্রদ। সমুদ্রপৃষ্ঠ থেকে ১৬৪৯৯ ফুট উচ্চতায় অবস্থিত এই হ্রদ অধিকাংশ সময়েই বরফে ঢাকা থাকে। কিন্তু গ্রীষ্মে বরফ গলে গেলে, এখানে বেরিয়ে আসে শত শত নরকঙ্কাল। কারও কারও মতে এই কঙ্কালগুলির বয়স ১২০০ বছরেরও বেশি।

ম্যাগনেটিক হিল, লাদাখ

ম্যাগনেটিক হিল, লাদাখ: লেহ-কার্গিল-শ্রীনগর জাতীয় সড়কের উপর অবস্থিত এই স্থানটির দূরত্ব লেহ থেকে প্রায় তিরিশ কিলোমিটার। এখানে প্রচলিত আছে, এই স্থানে নাকি মধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। এখানে রাস্তায় দাড়িয়ে থাকা গাড়ি নিজে থেকেই গড়াতে থাকে চড়াইয়ের দিকে।

কোডিনি, কেরল

কোডিনি, কেরল: কেরলের মলপ্পুরম জেলায় অবস্থিত ছোট্ট একটি গ্রাম কোডিনি। এই গ্রামটির বিশেষত্ব এখানে প্রায় প্রত্যেক ঘরে ঘরে রয়েছে যমজ সন্তান। সরকারি হিসেব অনুসারে, এখানে যমজ শিশুর সংখ্যা ৩০০ জোড়ার কাছাকাছি। যমজ সন্তান হওয়ার ঘটনা কিন্তু বেশ বিরল। জাতীয় সমীক্ষা অনুসারে, প্রতি ১০০০ জনে যমজ সন্তন থাকে প্রায় ৯টি।

লোনার হ্রদ, মহারাষ্ট্র

লোনার হ্রদ, মহারাষ্ট্র: মুম্বই থেকে ৫০০ কিলোমিটার দূরে বুলধনা জেলাতে অবস্থিত এই হ্রদটি হাজার হাজার বছর আগে উল্কাপাতের ফলে তৈরি একটি বিরল প্রকৃতির হ্রদ। অদ্ভুত এই হ্রদে একই সঙ্গে দুই ধরনের অম্লত্বের জল দেখা যায়, যা পরস্পর মিশ্রিত হয় না। আশ্চর্যের বিষয় হল, এই হ্রদের মাটিতে যে ধরনের খনিজ পদার্থ পাওয়া যায় তা অবিকল চাঁদের মাটিতে পাওয়া খনিজের মতো।

শেয়ার