Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

১৭ মার্চ, ২০২২ ২:২৩ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গায় নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন, জেলা পরিষদ চেয়ারম্যান সামসুল আবেদিন খোকন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাজীব হাসান কচি, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন।

পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিন শেষে স্হানীয় চাঁদমারি মাঠে এসে শেষ হয়। এখানে বেলুন ও কবুতর উড়িয়ে ” মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার ” উদ্বোধন করেন চুয়াডাঙ্গায় এক আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকীর কেক কাটেন অতিথিরা।

এ সময় এক শিশুকে কেক মুখে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন এমপি। মেলায় বিভিন্ন দপ্তরের প্রায় শতাধিক স্টল স্হান পেয়েছে। মেলা চলবে ২৩ মার্চ পর্যন্ত।

শেয়ার