Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

শাল্লায় সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন

১৭ মার্চ, ২০২২ ৪:১৮ অপরাহ্ণ
শাল্লায় সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি :

সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ‘বঙ্গবন্ধুর বাংলায় সাম্প্রদায়িকতার ঠাঁই নাই’-এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৭মার্চ) দুপুরে উপজেলার শহীদ মিনার প্রাঙ্গণে নোয়াগাঁওগ্রামবাসী ও শাল্লা সোচ্চার নাগরিক ফোরাম সিলেটস্থ কেন্দ্রীয় কমিটির আয়োজনে-এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উপজেলার হবিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদারের সভাপতিত্বে ও অ্যাডভোকেট সুব্রত কুমার দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সংগঠক রামানন্দ দাশ, দিরাই-শাল্লা সম্প্রীতি পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রাণকান্ত দাশ, সিলেট জেলা যাত্রী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক সুব্রত রায়, সিলেট সোচ্চার নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক অর্জুন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক বিজন চন্দ্র দাশ, বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, নোয়াগাঁও গ্রামের অবিনাশ দাশ প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছাত্তার মিয়া। মানববন্ধনে বক্তারা বলেন অতীতে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় কোনো সঠিক বিচার না হওয়াতে বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা বেড়েই চলেছে। যেকারণে সংখ্যালঘুরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। গত বছর এইদিনে নোয়াগাঁও গ্রামে হামলা, ভাংচুর ও লুটপাটকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। মানববন্ধনের পূর্বে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন নোয়াগাঁও গ্রামবাসী ও সংগঠনটি।

উল্লেখ্য, গত বছরের ১৫ই মার্চ হেফাজত ইসলামের সাবেক নেতা মামুনুল হক দিরাই উপজেলায় এক ধর্মীয় সভায় বক্তব্য রাখেন। এরপর ১৬ই মার্চ নোয়াগাঁও গ্রামের ঝুমন দাশ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। ওই ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে, শাল্লা থানা পুলিশ রাতেই ঝুমন দাশকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করেন। পরে ১৭মার্চ বঙ্গবন্ধু জন্মশতবর্ষে সকাল সাড়ে ৮টায় দিরাই উপজেলার নাচনী, চণ্ডীপুর, ধনপুর ও শাল্লা উপজেলার কাশীপুর গ্রামের হাজার হাজার মানুষ এসে নোয়াগাঁও গ্রামে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এতে গ্রামের ৮৮টি ঘরবাড়ি ও ৮টি মন্দির ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনায় পুলিশসহ ৩টি মামলা করা হয়। আসামী করা হয় ১৫শ’। এরপূর্বে সকালে নোয়াগাঁও গ্রামবাসীর উদ্যোগেও মানববন্ধন পালন করা হয়। এতে গ্রামের নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।

 

শেয়ার