এসময় কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেনাউল ইসলাম, প্রভাষক সফিকুল ইসলাম, শিবগঞ্জ গৌড় ম্যাংগো সিটির পরিচালক আলমগীর জয়, বিশ্বাস স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি রজব আলী, শ্যামপুর বন্ধন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রায়হান আলী, ক্রীড়া ব্যক্তিত্ব মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সোনামসজিদ স্থলবন্দর অত্যন্ত গুরুত্বপুর্ন একটি স্থলবন্দর। প্রতিদিন এই বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের নানা পন্য আমদানি রফতানি হচ্ছে। এর কারনে এই মহাসড়কে পন্যবাহি ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল অনেক বেড়েছে। আর এর ফলে সড়ক দুর্ঘটনাও বেড়েছে। প্রায় প্রতিদিনই ঘটছে প্রাণহনি। থামছেনা মৃত্যুর মিছিল। তায় সড়ক দুর্ঘটনারোধে এ মহাসড়ককে ৪ লেনে উন্নিতকরন এখন জেলাবাসীর দাবিতে পরিনত হয়েছে। অবিলম্বে এ বাপারে ব্যবস্থা নেয়া না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে বলে জানান বক্তারা।