Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

সিলেট জেলা বিএনপির সভাপতি পদে লড়ছেন মেয়র আরিফ

১৭ মার্চ, ২০২২ ৪:৪৩ অপরাহ্ণ
সিলেট জেলা বিএনপির সভাপতি পদে লড়ছেন মেয়র আরিফ
সিলেট প্রতিনিধি :

আর মাত্র ৩ দিন। আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট জেলা বিএনপির বহুল আকাঙ্খিত কাউন্সিল। এদিন জেলা বিএনপি পড়বে নতুন নেতৃত্বের হাতে। কাউন্সিলরদের গোপন ভোটে নির্বাচিত করা হবে শীর্ষ ৩ পদের নেতাকে।

যদিও সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক- এই ৫ পদে নির্বাচন হওয়ার কথা ছিলো। কিন্তু কেন্দ্রের নির্দেশনায় জেলা বিএনপি সিদ্ধান্ত নেয়- সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক- এই ৩ পদে নির্বাচন হবে। এই ৩ পদে প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতাকারীরা আজ মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

এদিকে, জেলা বিএনপির সভাপতি পদে লড়তে যাচ্ছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। তাঁর পক্ষ থেকে আজ (বৃহস্পতিবার) দুপুরে নির্বাচন বোর্ডের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। একেবারে শেষ মুহুর্তে তিনি প্রার্থী হওয়ায় পাল্টে গেছে কাউন্সিলরদের হিসাব-নিকাশ।

আরিফুল হক চৌধুরী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। তিনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আরিফুল হক চৌধুরী। একসময় তিনি নেতৃত্ব দিয়েছেন সিলেট মহানগর থেকে কেন্দ্রীয় ছাত্রদলের কমিটিতেও। সভাপতি পদে তার সঙ্গে প্রতিদ্বন্ধিসঢ়;দ্বতা করছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য আবুল কাহের চৌধুরী শামীম এবং যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আবদুল কাইয়ুম চৌধুরী।

কাউন্সিলকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সভাপতি, সাধারণ সম্পাদক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক- এই ৫টি পদে মনোনয়নপত্র কিনেন জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৩০ জন নেতা। তবে আজকের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিকাল ৫টা পর্যন্ত উল্লিখিত ৩টি পদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

নির্বাচন বোর্ডের সদস্য ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এটিএম ফয়েজ বলেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে লড়াই হবে। সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীসহ তিন নেতা সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৩ পদে এ পর্যন্ত মোট ১১টি মনোনয়ন জমা পড়েছে। নতুন সিদ্ধান্তের পর সিনিয়র সহসভাপতি ও প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা আর মনোনয়নপত্র জমা দিচ্ছেন না।

 

শেয়ার