ভোলার বোরহানউদ্দিনে ৪৩৪ পিচ ইয়াবা ২ কেজি ৪’শ গ্রাম গাঁজাসহ মো. নিজাম (৩০) ও মো. সিরাজ মাতাব্বর (৩৫) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ মার্চ) রাতে উপজেলার টগবী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মুলাইপত্তন ও কাচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চকডোষ এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত নিজাম ও সিরাজ জানান, কুমিল্লা ও চট্রগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসব মাদক ক্রয় করে বাড়িতে রেখে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রি করেন তারা।
বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টগবী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মুলাইপত্তন ও কাচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চকডোষ এলাকার একটি বাড়ি থেকে নিজাম ও সিরাজ নামের দুই ব্যক্তিকে ৪৩৪ পিচ ইয়াবা ও ২ কেজি ৪’শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে।