Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

ভোলায় ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক

১৭ মার্চ, ২০২২ ৫:৩০ অপরাহ্ণ
ভোলায় ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক
ভোলা প্রতিনিধি :

ভোলার বোরহানউদ্দিনে ৪৩৪ পিচ ইয়াবা ২ কেজি ৪’শ গ্রাম গাঁজাসহ মো. নিজাম (৩০) ও মো. সিরাজ মাতাব্বর (৩৫) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ মার্চ) রাতে উপজেলার টগবী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মুলাইপত্তন ও কাচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চকডোষ এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত নিজাম ও সিরাজ জানান, কুমিল্লা ও চট্রগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসব মাদক ক্রয় করে বাড়িতে রেখে খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রি করেন তারা।

বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টগবী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মুলাইপত্তন ও কাচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চকডোষ এলাকার একটি বাড়ি থেকে নিজাম ও সিরাজ নামের দুই ব্যক্তিকে ৪৩৪ পিচ ইয়াবা ও ২ কেজি ৪’শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বৃহস্পতিবার দুপুরের দিকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার