Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

কেন্দুয়ায় দশ লক্ষ টাকার মাছ রহস্যজনকভাবে মরে ভেসে উঠলো

১৭ মার্চ, ২০২২ ৫:৪৬ অপরাহ্ণ
কেন্দুয়ায় দশ লক্ষ টাকার মাছ রহস্যজনকভাবে মরে ভেসে উঠলো
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের সহিলাটি গ্রামের মৎস্য চাষী খোকন মিয়ার ৫০ শতাংশ ভূমির পুকুরে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল নয়টার দিকে তেলাপিয়া,কার্ফু,শিং,সিলভার জাতীয় দেশী মাছ মরে ভেসে উঠার ঘটনা ঘটেছে।

এ ঘটনার পর বেলা দুইটার দিকে মাছ মরে ভেসে উঠা পুকুরের পানি কেন্দুয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলমের তত্বাবধানে পানির ভৌত গুণাগুণ পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পানি পরীক্ষায় * Ph-7.7ppm * Nh3-0.25 ppm * Do- 6.27 ppm * Temperature-33 ডিগ্রী সেলসিয়াস * Tds-192 পাওয়া গিয়েছে ।

পানির ভৌত গুনাগুণের এ সকল পরীক্ষার নিরিখে প্রতীয়মান হয় মাছ বেঁচে থাকার জন্য পানির গুনাগুণ স্বাভাবিক অবস্থানে রয়েছে।

তাই প্রায় দশ লক্ষ টাকার মাছ মরে ভেসে উঠার বিষয়টি অস্বাভাবিক এবং প্রকৃত পক্ষেই রহস্যজনক। এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে পানি ও মাছের ক্যামিকেল পরীক্ষায় বিষক্রিয়া সংঘটিত হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যাবে।

এ বিষয়ে ভুক্তভোগী মৎস্য চাষী খোকন মিয়া জানান,তার ধারণা শত্রুতার জেরে ক্ষতিসাধন করার লক্ষ্যে বিষ প্রয়োগে তার মাছ মেরে ফেলা হয়েছে । এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন আমতলা রোয়াইলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান আকন্দ সহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও কেন্দুয়া থানা প্রশাসনের একজন সাব ইন্সপেক্টরও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ সাংবাদিকদের জানান- লিখিত অভিযোগ হাতে পেয়ে যথাযথ প্রক্রিয়ায় সঠিক ও সুষ্ঠু তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

শেয়ার