Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

সাংবাদিক আবদুস সালামের সম্পত্তি জবরদখল

১৭ মার্চ, ২০২২ ৬:৪৪ অপরাহ্ণ
সাংবাদিক আবদুস সালামের সম্পত্তি জবরদখল
মো. শফি উল্লাহ, ফেনী :

জাতীয় প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মহাপরিচালক সাংবাদিক আবদুস সালামের পৈতিক বাড়ী ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিন ধর্মপুর গ্রামের সম্পতি জবরদখলের অভিযোগ করেছেন তাঁর কনিষ্ঠ কন্যা রেহানা সালাম।

বৃহস্পতিবার বিকেলে ফেনী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি তার ৫ বোনের সম্পতি জবরদখলের অভিযোগ করে তা উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে রেহানা সালাম বলেন, আমার দাদা বিশিষ্ট আইন ব্যবসায়ী ও তালুকদার হাজী দলিলুর রহমান দুলা মিয়া বিপুল সম্পদের অধিকারী ছিলেন। তার মৃত্যুর পর দুই ছেলে আবদুস সালাম ও আবদুল ওদুদ এ সম্পত্তির মালিক হন। কিন্তু আমার পিতার মৃত্যুর (২০০৯) পর থেকে এ সম্পত্তি দখলের এক নোংরা প্রতিযোগীতা শুরু হয়। স্থানীয় প্রভাবশালী একটি মহল আমাদের ঢাকা বসবাসের সুযোগে মাছচাষ, জমি লাগিত, বন্ধক ইত্যাদি করে আসছে।

আবদুস সালামদের পৈতৃক বাজারটি (মইচ্যাতলি) যার আয়তন প্রায় ১৯৬ শতাংশ সম্পূর্ণভাবে দখল ও বিক্রি করে তার দূর সম্পর্কের এক ভাই এর ছেলে ও জামাই।

এক শতাংশ জায়গাও আবদুস সালামের পরিবার পাননি। এ সম্পর্কে ২০০৭ সালে তৎকালীন এ.সি ল্যান্ড, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে একটি সালিশী বৈঠক হলে সেখানে প্রয়োাজনীয় দলিলপত্র দেখে আমাদেরকে রেকর্ডকৃত মালিক হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু স্থানীয় পুলিশ প্রশাসন ও কিছু দুর্নীতিবাজ ব্যক্তির কারণে তা উদ্ধার করা আজও সম্ভভ হয়নি। বর্তমানে আমাদের বাড়ী, পুকুর, চাষের জমি কোন এক অদৃশ্য ও প্রভাবশালী ব্যক্তির গোপন নির্দেশে স্থানীয় কিছু বি.এন.পি নামধারী দুষ্ট চক্র দখল করে নিয়েছে।

তিনি আরও বলেন, আবদুস সালামের বৈধ এ সম্পত্তি শুধুমাত্র তার ওয়ারিশ তার ৬ মেয়ে, একজন ছেলের। সুতরাং সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদ ও পরিবারের পক্ষ থেকে আমরা আইনের পক্ষেই যেতে চাই কিন্তু টাকা কিংবা ক্ষমতার জোরে যাতে কেউ বেআইনীভাবে আমাদের আইনী উদ্যোগকে বাধাগ্রস্থ না করে সে ব্যাপারে স্থানীয় প্রশাসন, থানা ও সাংবাদিক ভাইদের সহযোগীতা চাই।

 

শেয়ার