Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

লক্ষ্মীপুরে মাঈন উদ্দিন পাঠানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

১৭ মার্চ, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে মাঈন উদ্দিন পাঠানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
আলমগীর হোসেন, লক্ষ্মীপুর :

হাইকোটের নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান এবং আব্দুল লতিফ গংদের বিরুদ্ধে সাংবাদিক পরিবারের জমি অবৈধভাবে দখল করার অভিযোগ উঠেছে।

এ ঘটনা ঘটে বৃহস্পতিবার লক্ষ্মীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড সমসেরাবাদ গ্রামের আলী মুদ্দিন বেপারী বাড়িতে।

সাংবাদিক আলমগীরের পিতা মমিন উল্লা জানিয়েছেন ৭৫নং সমসেরাবাদ মৌজার ১১০৫, ১১০৭ দাগে ১৩ ডিং জমি ওয়ারিশ ও ক্রয় সূত্রে মালিক মমিন উল্যাহ গং।

তিনি ১৯৭৭ সালের ৫ জানুয়ারি সাব কবলা দলিল মূলে জালাল আহম্মেদ থেকে ৬.৭৫ শতাংশ জমি ক্রয় করেন, যাহার বায়া দলিল ৩১ আগষ্ট ১৯৪২ ইং সনের দলিল নং ৩৫০৫। যাহার সিএস ১১, এসএ ১৫, ডিপি ১৬৭৯ বতমান ডিপি ৫১৭৬। তিনি এলাহি বক্স তার মেয়ে সুজিয়া খাতুন, জামাতা জালাল আহম্মেদ থেকে ৬. ৭৫ শতাংশ জমি ক্রয় করেন মমিন উল্ল্যাহ।

এ জমি নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছে মাঈন উদ্দিন পাঠান গং এবং আব্দুল লতিফ গংদের সাথে।

এ সম্পক্তি নিয়ে হাইকোর্ট রিভিশন মামলা করেন মফিজ উল্ল্যা গং যাহার সিভিল রিভিশন নং ৪৫/২০২২ ইং।

৬ মাসের জন্য বিরোধকৃত সম্পক্তিতে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট বিচার বিভাগ।

মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মাঈন উদ্দিন পাঠান , আব্দুল লতিব গং প্রায় দেড় শতাধিক লাঠিয়াল বাহিনী নিয়ে অবৈধভাবে ভোগদখলকৃত সম্পক্তি পুলিশের উপস্থিতিতে এ দখল করেন। এবং বাড়ি ঘর ভাংচুর করেন।

এসময় জমির মালিক মমিন উল্ল্যাহ বলেন, এ সম্পক্তি মাঈন উদ্দিন পাঠানের পাঁচ মাস আগে আমার কিনা।

উনি যে একতের নেছা থেকে জমি কিনেছেন তার মালিকানার কোন সত্ত নেই।

এর আগে গত ১৩ ই মার্চ ২০২২ ইং তারিখে লক্ষ্মীপুর পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক, লক্ষ্মীপুর প্রেসক্লাব বরাবর পুলিশের সহযোগিতা চেয়ে একটি লিখিত দরখাস্ত করেন জমির মালিক মমিন উল্ল্যাহ গং।

মাঈন পাঠানকে ভূমিদস্যু হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি জমি দখলের সময় উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান সালাহউদ্দিন টিপু, পুলিশ স্থানীয় মাতব্বর জবরদখলবাজ আলমগীর হোসেন রতন, টিটু, মাটিয়া সফিকসহ জড়িত বলে দাবি করা হয়।

এসময় অবৈধভাবে জমি দখলবাজেরা জমি দখল করতে এসে কয়েকজন নারীর উপর হামলা করে এবং একটি টিনের ঘর ভাংচুর করে নিয়ে যায় পরে গাছপালা কেটে নির্মাণাধীন কাজ শুরু করে।

পুলিশের কোন সহযোগিতার পায়নি ভুক্তভোগী পরিবার।

নিরাপত্তা হীনতা ভুক্ততেছে সাংবাদিক পরিবার। আমরা ভুক্তভোগী পরিবার ভূমিদস্যু মাঈন উদ্দিন পাঠান, এবং আব্দুল লতিফ গংরা ও তার গংয়ের হাত থেকে রক্ষা পেতে সবার সহযোগিতা কামনা করছি।

শেয়ার