আরজু সিদ্দিকী,মাগুরা :
মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজে ২ কোটি ৪০ লাখ ৫১ হাজার টাকা ব্যায়ে নির্মিত ৪ তলা বিশিষ্ট আইসিটি ভবন গতকাল বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন করা হয়েছে । মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে এ ভবন উদ্বোধন করেন ।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কলেজ পরিচালনা কমিটির সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আফম আবদুল ফাত্তাহ, উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজটির অধ্যক্ষ খান ফজলুর রহমান ।
কলেজের সভাপতি হুমাউনুর রশিদ মুহিত জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২০১৮-১৯ অর্থবছরে ২ কোটি ৪০ লাখ ৫১ হাজার টাকা ব্যয়ে চার তলা এ ভবনটি নির্মিত হয়েছে ।
বিকেলে শ্রীপুর লালন একাডেমি ও কলেজের শিল্পিদের পরিবেশনায় ও লালন একাডেমির সাধারণ সম্পাদক শিশির শিকদারের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।