Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

কুষ্টিয়ায় ৫২ ভরি স্বর্ণসহ পাচারকারী গ্রেপ্তার

১৮ মার্চ, ২০২২ ১০:৪৫ পূর্বাহ্ণ
কুষ্টিয়ায় ৫২ ভরি স্বর্ণসহ পাচারকারী গ্রেপ্তার
কুষ্টিয়া প্রতিনিধি: :
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে স্টেশন থেকে প্রায়  ৫২ ভরি স্বর্ণালংকারসহ ক্ষুদিরাম বিশ্বাস নামে এক স্বর্ণ পাচারকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে পোড়াদহ রেল স্টেশন থেকে তাকে আটক করা হয়।  ক্ষুদিরাম বিশ্বাস কুষ্টিয়ার খোকসা উপজেলা এলাকার বাসিন্দা।
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার (ওসি)মনজের আলী বলেন,স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫১ ভরি ১৩ আনার বেশি স্বর্ণ পাওয়া যায়। গ্রেফতারকৃত ক্ষুদিরাম বিশ্বাস পাংশা থেকে ট্রেন যোগে পোড়াদহ রেল স্টেশনে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে
আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হলে তার দেহ তল্লাশি করা হলে কোমরে বাঁধা অবস্থায় স্বর্ণালংকার গুলো উদ্ধার করা হয়। স্বর্ণালংকার গুলোর মধ্যে চেইন, চুড়ি, কানের দুল রয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে  আদালতে প্রেরণ করা হবে।
শেয়ার