কুষ্টিয়া প্রতিনিধি: :
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৫২ ভরি স্বর্ণালংকারসহ ক্ষুদিরাম বিশ্বাস নামে এক স্বর্ণ পাচারকারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে পোড়াদহ রেল স্টেশন থেকে তাকে আটক করা হয়। ক্ষুদিরাম বিশ্বাস কুষ্টিয়ার খোকসা উপজেলা এলাকার বাসিন্দা।
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার (ওসি)মনজের আলী বলেন,স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫১ ভরি ১৩ আনার বেশি স্বর্ণ পাওয়া যায়। গ্রেফতারকৃত ক্ষুদিরাম বিশ্বাস পাংশা থেকে ট্রেন যোগে পোড়াদহ রেল স্টেশনে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে
আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হলে তার দেহ তল্লাশি করা হলে কোমরে বাঁধা অবস্থায় স্বর্ণালংকার গুলো উদ্ধার করা হয়। স্বর্ণালংকার গুলোর মধ্যে চেইন, চুড়ি, কানের দুল রয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হবে।