চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী নামোচাকপাড়া এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ২হাজার ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
৫৯ বিজিবি বাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিজস্ব তথ্যের ভিত্তিতে চাকপাড়া বিওপির নায়েব সুবেদার ইয়ারুল হকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চাকপাড়া সীমান্তের ১৮৩ নম্বর সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০ গজ বালাদেশের অভন্তরে নামোচাকপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক চোরাকারবারী হাতে থাকা একটি ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।
পরে পরিতক্ত ব্যাগ থেকে ২হাজার ৭৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ৮লাখ ৩১ হাজার টাকা। এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যকম প্রক্রিয়াধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।