বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান. অব: মেজর জেনারেল এ টি এম আব্দুল ওয়াহহাব বলেছেন, পল্লী এলাকার মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নের জন্য বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চলে মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মান কর্মসুচি গ্রহন করেছেন।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
কর্মসূচির আওতায় আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি মাতৃসদন ও শিশু কল্যাণ এই কেন্দ্র নির্মানের জন্য ৭৩ লক্ষ টাকা বরাদ্ধ করেছে। মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান, রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পংকজ কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে বক্তৃতা করেন, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল গনি শাহিন ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ কাজ শেষ হলে এলাকার জনগন উপকৃত হবে। অনুষ্টানে এলাকার বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন।