Top
সর্বশেষ
রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর অগ্নিদগ্ধ হয়ে ২ ভাইয়ের পর চলে গেলো বোন উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার বিনিয়োগ আইন মান্ধাতা আমলের, সংস্কার প্রয়োজন: এম মাসরুর রিয়াজ

মাগুরার শ্রীপুরে মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ শুরু

১৮ মার্চ, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ
মাগুরার শ্রীপুরে মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ শুরু
আরজু সিদ্দিকী, মাগুরা :

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান. অব: মেজর জেনারেল এ টি এম আব্দুল ওয়াহহাব বলেছেন, পল্লী এলাকার মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নের জন্য বর্তমান সরকার প্রত্যন্ত অঞ্চলে মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মান কর্মসুচি গ্রহন করেছেন।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।
কর্মসূচির আওতায় আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি মাতৃসদন ও শিশু কল্যাণ এই কেন্দ্র নির্মানের জন্য ৭৩ লক্ষ টাকা বরাদ্ধ করেছে। মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান, রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পংকজ কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠিত ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে বক্তৃতা করেন, শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল গনি শাহিন ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ কাজ শেষ হলে এলাকার জনগন উপকৃত হবে। অনুষ্টানে এলাকার বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন।

শেয়ার