কনক বড়ুয়া, উখিয়া :
উখিয়ার বিভিন্ন বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আনতে নিয়মিত বাজার মনিটরিং করছে উপজেলা প্রশাসন।
শুক্রবার(১৮ মার্চ) সকাল ১০টা থেকে উখিয়া দারোগা বাজার, কোটবাজার, সোনারপাড়া বাজার ও মরিচ্যা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
উখিয়া থানা পুলিশের সহযোগিতায় বাজার মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।
এসময় মাংসের ওজনে কারচুপির দায়ে এক ব্যবসায়ী থেকে জরিমানা আদায় করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব জানান, অতিরিক্ত মূল্য বৃদ্ধিরোধ কল্পে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়৷ অভিযানে মাংসের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।