Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

রাস্তার ধারে ময়লার ভাগাড়, স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী

২২ মার্চ, ২০২২ ৪:৫১ অপরাহ্ণ
রাস্তার ধারে ময়লার ভাগাড়, স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

নির্দিষ্ট কোন ময়লার ভাগাড় না থাকায় রাস্তার ধারে ময়লার ভাগাড়ের দূর্গন্ধে চরম ভোগান্তি নিয়েই দিনাজপুরের খানসামা উপজেলার প্রধান বানিজ্যিক কেন্দ্র পাকেরহাট বাইপাস রাস্তার পাশে বসবাস করছে বাসিন্দারা ও চলাচল করে পথচারীরা। দীর্ঘদিন দূর্গন্ধ নিয়ে ওখানে বসবাসকারীরা বাসিন্দারা স্বাস্থ্য নিয়ে রয়েছেন ঝুঁকিতে।

জানা যায়, প্রায় কোটি টাকা মূল্যে ইজারা হওয়া পাকেরহাটের পরিষ্কার-পরিচ্ছন্নতা খাতে যে ব্যয় হওয়ার কথা তা করা হয় না।

রবিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, গ্রামীণ শহর পাকেরহাটের ব্রয়লার মাংস ব্যবসায়ীরা দীর্ঘদিন থেকেই বাইপাস সড়কের ধারে ও ইমারত নির্মাণ শ্রমিকের পাশের খোলা স্থানে ব্রয়লার মুরগির পাখনা, বিষ্ঠা ও উচ্ছিষ্ট ফেলে ময়লার ভাগাড়ে পরিণত করেছে। তার সাথে বাজারের বিভিন্ন দোকানের ময়লা, বাড়ির আবর্জনা,পচাঁ বাসি খাবারের উচ্ছিষ্ট মিলে তৈরী হয়েছে ময়লা-আবর্জনার বিশাল স্তূপ। এই স্তূপের পাশ দিয়ে দূর্গন্ধময় পরিবেশে চলাচল করছে পথচারী ও শিক্ষার্থীরা। তবে সবচেয়ে বেকায়দায় ওখানকার বাসিন্দারা। তারা অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছে।

এবিষয়ে কয়েকজন ব্রয়লার মুরগী বিক্রেতার সাথে কথা বলতে চাইলে তারা এড়িয়ে যান। পথচারীদের দেখা যায়, নাকে রুমাল দিয়ে চলাচল করছে। কেউ কেউ হাত দিয়ে নাকমুখ চেপে ধরে চলাচল করছে। পচা ময়লা আবর্জনার দুর্গন্ধ বাতাসের সঙ্গে মিশে আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে। ফলে প্রতিদিনই এলাকাবাসী, পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষ অবর্ণনীয় ভোগান্তিতে পড়ছে।

স্থানীয় বাসিন্দা পুজা দাস বলেন, এই ময়লার স্তূপ নিয়ে অনেক আবেদন ও অনুরোধের পরেও কেউ কোনো সুরাহা করেনি। ফলে দূর্গন্ধ আর ভোগান্তি নিয়েই বাস করছি। ওই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচলকারী আশরাফুল রিফাত নামের এক যুবক বলেন, প্রতি বছর কোটি টাকার বেশী দিয়ে এই বাজারটি ইজারা দেওয়া হয়৷ কিন্তু এই ময়লার ভাগাড়ের জন্য এই এলাকার সুন্দর পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। পথচারীদের সাথে অনেকেই এই রাস্তা দিয়ে অবসর সময়ে চলাচল করে কিন্তু রাস্তার ধারের ময়লা আবর্জনার স্ত‚প আর দুর্গন্ধে মনটাই খারাপ হয়ে যায়। দ্রুত এই সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করছি।

বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করে আংগারপাড়া ইউপি চেয়ারম্যান ও পাকেরহাট হাট কমিটির সভাপতি গোলাম মোস্তফা আহমেদ শাহ বলেন, জনগণের ভোগান্তি লাঘবে দ্রুত সময়ে ময়লার স্ত‚প সরানো হবে।

শেয়ার