নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪ জনকে আটক করেছে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই নাফিজুল ইসলামের নেতৃত্বে গত সোমবার রাত পনে বারোটার দিকে সদর উপজেলার দক্ষিন বিশিউড়া ইউনিয়নের মহিষাটি বাজারে অভিযান চালিয়ে ৩ শত পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলেন কালাচাঁনের পুত্র মোঃ আলহাদ মিয়া (৪৫) ও মৃত বাদশা মিয়ার পুত্র জজ মিয়া (৪২)।
অপরদিকে, সোমবার সকাল ১১টায় জেলা শহরের জয়নগর হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে ১০পিস প্যাথেডিন ও ১ গ্রাম হিরোইনসহ হিরা মিয়ার পুত্র শিপন মিয়া (২৫) ও আব্দুল হাকিমের পুত্র অমর ফারুক (২৬) কে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঙ্গলবার দুপুরে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতে প্রেরন করা হলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করে। নেত্রকোণায় ডিবির অভিযানে ইয়াবা, ইনজেকশন ও হিরোইনসহ আটক ৪