Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

রাঙ্গামাটি ও বান্দরবান সীমান্তে গোলাগুলিঃ নিহত-৩

২২ মার্চ, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ
রাঙ্গামাটি ও বান্দরবান সীমান্তে গোলাগুলিঃ নিহত-৩
আকাশ মারমা মংসিং, বান্দরবান :

রাঙ্গামাটি ও বান্দরবান জেলার সীমান্তবর্তী এলাকায় দু”পক্ষে গোলাগুলিতে তিনজনের নিহত খবর পাওয়া গেছে। ঘটনাটি নিশ্চিত করেন রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন ও বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী।

মঙ্গলবার সকালে বান্দরবান জেলার রাজবিলা ইউনিয়ন ও রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার দুর্গম এলাকা গাইন্দ্যা ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় ৬নং ওয়ার্ডের ভালুমূড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয় সুত্রে জানা যায়।

সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে বান্দরবানের রাজবিলা ইউনিয়ন থেকে এক মোটরসাইকেল চালককে অপহরণ করে নিয়ে যায় মগ লিবারেশন পার্টি। পরে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা গাইন্দ্যা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভালুমূড়া এলাকায় পৌছলে ওঁৎ পেতে থাকা জনসংহতি সমিতি (জেএসএস) সশস্ত্ররা মগ লিগারেশন পার্টির (এমএলপি) লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় দু’ পক্ষের পালাপাল্টি গুলিতে মগ লিগারেশন পার্টির (এমএলপি) তিন সদস্য গুলিতে মারা গেছে বলে জানা যায়। তবে অপহরণ ব্যক্তিকে কোথায় নিয়ে গেছে তার খবর কেউ নিশ্চিত করতে পারিনি। ঘটনা পর থেকে ওই এলাকার চারদিকে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনী।

বান্দরবান ১নং রাজবিলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য লালচুম সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রাঙামাটি ও রাজবিলা সীমান্তবর্তী এলাকায় মধ্যখানে দু’পক্ষের গোলাগুলি হয়েছে বলে খবর পেয়েছি। আধিপত্ত্যেরকে বিস্তার করে এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছি।

এব্যাপারে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুছ ফরাজী জানান, সকালে রাঙ্গামাটি ও বান্দরবান জেলার সীমান্তবর্তী এলাকায় দু’ পক্ষে গোলাগুলি ঘটনা শুনেছি। কিন্তু ঘটনাস্থলটি রাঙ্গামাটি জেলায় পড়েছে।

নিহত লাশটি বান্দরবানে আনা হয়েছে কিনা এই ব্যপারে প্রশ্ন করা হলে তিনি এ প্রতিবেদককে জানান, এই ব্যাপারে আমি এখনো জানি নাহ। খবর পেলে অবশ্যই জানাবো বলে জানান এই উর্ধবতম কর্মকর্তা।

ঘটনাটি বিস্তারিত সম্পর্কে নিশ্চিত করে রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন এই প্রতিবেদনকে জানান, ‘বান্দরবান-রাঙামাটি জেলার সীমান্তবর্তী এলাকায় গোলাগুলি ও বন্দুকযুদ্ধের একটি সংবাদ আমরা পেয়েছি। খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলের রওনা দিয়েছে। দুর্গম এলাকায় হওয়াতেই যোগাযোগ ব্যাহত হচ্ছে। পরে তদন্ত করের বিস্তারিত জানা যাবে বলে জানান এই কর্মকর্তা তারা ।

শেয়ার