Top
সর্বশেষ

গাংনীতে ইয়াবাসহ আটক ২

২২ মার্চ, ২০২২ ৬:১৫ অপরাহ্ণ
গাংনীতে ইয়াবাসহ আটক ২
মেহেরপুর প্রতিনিধি :

মেহেরপুরে ৬৫ পিচ ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে বামন্দি ক্যাম্প পুলিশ। মঙ্গলবার দুপুরে বামন্দি পুলিশ ফাঁড়ির এ এস আই শেখ বিপ্লব হোসেনের নেতৃত্বে এসআই শরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স নিয়ে গাংনী উপজেলার ছাতিয়ান পাকার পাড়ায় অভিযান চালায়।

এ সময় বাশার আলী (২৫) ও জানি (২৬) নামের দুজনকে ৬৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত বাশার আলী ছাতিয়ান পাকার পাড়ার আনারুল ইসলামের ছেলে এবং জনি মোহাম্মদপুর পশ্চিম পাড়ার রফিকুল ইসলামের ছেলে।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হবে।

 

শেয়ার