Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলার অভিযোগে বাদিনির ৭ বছর জেল

০৫ জানুয়ারি, ২০২১ ৮:০১ অপরাহ্ণ
জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলার অভিযোগে বাদিনির ৭ বছর জেল
জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটে ধর্ষণের মিথ্যা মামলার অভিযোগে বাদিনিকে সাত বছরের কারাদন্ড ৩০ হাজার টাকা জরিমানা ও আনাদায়ে আরো ৫ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত।

জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ও জেলা জজ মো. রোস্তম আলী আজ দুপুরে এই আদেশ দিয়েছেন।

আদালত সুত্রে জানা যায়, জয়পুরহাটের কালাই উপজেলার বিয়ালা গ্রামের বাদিনি নন্দ রাণী মালী গত ২০১৪ সালের ২১ এপ্রিল রাতে ধর্ষণের অভিযোগ এনে একই গ্রামের আবুল হায়াতের বিরুদ্ধে ২২ এপ্রিল কালাই থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পর পুলিশ তদন্ত করে ঘটনাটি মিথ্যা বলে আদালতে তদন্ত রিপোর্ট দেয়। এতে বাদিনি নারাজি দিলে আদালত তা আমলে নেয়। আজকে মামলাটির স্বাক্ষীর তারিখ ছিল।

বাদিনি নন্দ রাণী আদালতে এসে মামলাটি মিথ্যা বলে স্বাক্ষী দিলে আদালতের বিচারক মিথ্যা মামলা করার অভিযোগে বাদিনির বিরুদ্ধে ওই আদেশ দেন। পরে আদালতের নির্দেশে বাদিনিকে জেলা কারাগারে পাঠানো হয় আর আসামীকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সরকারি বিশেষ কৌঁসুলি ফিরোজা চৌধুরী। আর আসামী পক্ষের কৌঁসুলি ছিলেন কাজী রাব্বিউল হাসান মোনেম।

শেয়ার