জানাযায়, মহাসড়কে অবৈধ যন্ত্রদানব ট্রাক্টর, নসিমন, করিমন ও ভটভটি বন্ধে নির্দেশনা থাকলেও তা অমান্য করে বন্ধ করা হয়নি। প্রতিনিয়ত দূর্ঘটনা এবং প্রানহানির জন্য এ ধরনের যানবাহন দায়ী হলেও কিছুতেই মহাসড়কে এগুলো চলাচল থামানো যাচ্ছে না। পাথর, ইট-বালি, রড ও সিমেন্ট বোঝাই ওভারলোড ট্রাক চলাচলের কারনে মহাসড়কে সৃষ্টি হচ্ছে বড় বড় গর্ত। তা বন্ধেই জেলা পুলিশ সুপার এর নির্দেশে ট্রাফিক বিভাগ এ অভিযান শুরু করেছে।
তারই ধারাবাহিকতায় ২১ মার্চ সোমবার ফরিদগঞ্জ-চাঁদপুর আঞ্চলিক সড়কের ধানুয়া এলাকা থেকে কৃষি জমির মাটি বোঝাই দুটি ট্রাক্টর আটক করে থানায় নিয়ে আসে।
অবৈধ ট্রাক্টর আটকের বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর ফখরুদ্দিন আজাদ মোল্লা বলেন, অবৈধ ট্রাক্টর থেকে সড়ক এবং মানুষের জীবন রক্ষার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যে আমরা ধানুয়া এলাকা থেকে দুটি ট্রাক্টর আটক করেছি।