Top
সর্বশেষ

সিরাজগঞ্জে ভিপি কক্ষের তালা ভেঙ্গে আদালতের ৬’শ নথি চুরি

২২ মার্চ, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ভিপি কক্ষের তালা ভেঙ্গে আদালতের ৬’শ নথি চুরি
সিরাজগঞ্জপ্রতিনিধি :

সিরাজগঞ্জে আদালতের ভিপি কৌঁসুলি কক্ষের তালা ভেঙে প্রায় ৬০০ গুরুত্বপ‚র্ণ নথি ও পুরানো ডায়েরি চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই এ মামলার তদন্ত শুরু করেছে। সদর থানার ওসি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিরাজগঞ্জ পুরাতন কালেক্টরেট ভবনে ভিপি (অর্পিত সম্পত্তি-ভেস্টেট প্রপার্টি) কৌঁসুলির কক্ষের কয়েকটি আলমারিতে গুরুত্বপূর্ণ মামলার ফাইল ও পুরনো ডায়েরি রক্ষিত ছিল। গত শনিবার ও রোববার রাতে ওই কক্ষের তালা ভেঙে জিপি এ্যাডঃ এস,এম আব্দুল ওয়াহাব, এজিপি এ্যাডঃ আব্দুল আজিজ ও এজিপি এ্যাডঃ বরাত আলীর উল্লেখিত সংখ্যক নথি ও পুরনো ডায়েরি দূর্বৃত্তৃরা চুরি করে নিয়ে যায় । প্রথম দিনে আলমারির তালা ভাঙা হলেও এ চুরির বিষয় বোঝা যায়নি এবং দ্বিতীয় দিন আলমারির তালা ভাঙা দেখে সন্দেহ হয়। আলমারির ভেতরে দেখা যায় ওইসব নথি ও পুরানো ডায়েরি নেই। এ ব্যাপারে সোমবার রাতে আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলা পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

 

শেয়ার