Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

মণিরামপুরে ৪০ হাজার লিটার ভোজ্যতেল মজুদ, লাখ টাকা জরিমানা

২২ মার্চ, ২০২২ ৯:৪২ অপরাহ্ণ
মণিরামপুরে ৪০ হাজার লিটার ভোজ্যতেল মজুদ, লাখ টাকা জরিমানা
যশোর প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে ভোজ্যতেল মজুদ রাখার অপরাধে আরিফুজ্জামান পানু নামে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নারায়ন চন্দ্র পাল মণিরামপুরের দূর্গাপুর ঈদগাহ সংলগ্ন মেসার্স মনিরুদ্দিন ট্রেডার্সে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

আদালতের পেশকার জালাল উদ্দিন বলেন মঙ্গলবার দুপুরে র‌্যাবের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী মনিরুদ্দিন ট্রেডার্সে অভিযান চলে। এসময় ২০০ ব্যারেল যার আনুমানিক ওজন ৪০ হাজার লিটার ভোজ্যতেল সয়াবিন ও পাম ওয়েল মজুদ পাওয়া গেছে। এ অপরাধে মালিক আরিফুজ্জামান পানুকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।পেশকার বলেন ১ সপ্তাহের মধ্যে মালিক তেল বিক্রি করে দেবেন বলে আদালতের সামনে অঙ্গিকার করেছেন।

শেয়ার