Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু

২৩ মার্চ, ২০২২ ১০:৫৩ পূর্বাহ্ণ
মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু
ভোলা প্রতিনিধি :

ভোলার বোরহানউদ্দিনে মাইক্রোবাসের ধাক্কায় হাজী আব্দুর রহমান ওরফে আবু হাজী (৬৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছেন।

মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে ভোলা-চরফ্যাসন আঞ্চলিক সড়কের উপজেলার উদয়পুর রাস্তার মাথা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত হাজী অব্দুর রহমান উপজেলার টবগী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের চাঁন মিয়া বাড়ির বাসিন্দা। বর্তমানে তিনি বোরহানউদ্দিন পৌর ৫ নং ওয়ার্ডের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকার বসবাস করেন। হাসাননগর ইউনিয়নের কাজিরহাট বাজার এলাকায় তার একটি বেকারি রয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে দিকে ব্যবসায়ী হাজী আব্দুর রহমান মোটরসাইকেল যোগে বোরহানউদ্দিনের উদয়পুর রাস্তা মাথা এলাকায় তাঁর ছোট ভাইর বাসায় দাওয়াত খেতে যান। পরে সেখান থেকে ফেরার পথে ভোলা-চরফ্যাসন আঞ্চলিক মহাসড়কের উদয়পুর রাস্তার মাথায় এলাকায় একটি ভাড়ায় চালিত দ্রুত গামী মাইক্রোবাস পিছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় সে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহীন ফকির এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মাইক্রোবাসটিকে আটক করেছে। তবে চালক দূর্ঘটনার সঙ্গে সঙ্গে পালিয়ে যাওয়ায় তাকে এখনো আটক করা যায়নি। তবে চালককে আটকের চেষ্টা চলছে।

এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে এই কর্মকর্তা জানান।

শেয়ার