Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

গরু কেনার ঋণ দেয়ার নামে কোটি টাকা নিয়ে প্রতারণা

২৩ মার্চ, ২০২২ ১২:১৩ অপরাহ্ণ
গরু কেনার ঋণ দেয়ার নামে কোটি টাকা নিয়ে প্রতারণা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

সমাজের অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া মানুষের জন্য গরু কিনতে ১ লাখ টাকা ঋণ দেয়া হবে। গরু পালন করে এই ঋণ শোধ করা যাবে দুই বছরে। তবে তার আগে সদস্য হতে দিতে হবে ৬ হাজার টাকা। গত এক বছর ধরে এভাবেই সদস্য সংগ্রহ করছে বাদিয়াখালি দুঃস্থ মাতা মহিলা সমিতি নামের একটি সংস্থা। সদস্য হিসেবে ভর্তির এক মাসের মধ্যে ঋণের টাকা দেয়া হবে বললেও পেরিয়ে গেছে দীর্ঘ এক বছর৷

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ১৬০০ সদস্যের কাছ থেকে ছয় হাজার করে প্রায় কোটি টাকা নিয়ে প্রতারণা করেছে বাদিয়াখালি দুঃস্থ মাতা মহিলা সমিতি। কাগজে-কলমে বাদিয়াখালি দুঃস্থ মাতা মহিলা সমিতি নামে থাকলেও প্রতিষ্ঠানটির কর্মীরা বলছেন, এটি মুক্তি ফাউন্ডেশন নামের সংস্থা। অন্যদিকে, অফিসের সামনে ঝুলিয়ে রাখা হয়েছিল ইকো সোসাইটি নামের একটি সামাজিক সংগঠনের ব্যানার।

গত ১ বছর ধরে টাকা দেয়ার কথা বলে ঘুরালেও ঋণের টাকা না দেয়ায় গত কয়েকদিন থেকে জেলা শহরের সিসিডিবি মোড়ের অফিসে এসে ঘুরে যাচ্ছেন সদস্যরা। জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারী অন্তত ২০-২৫ জন সদস্য অফিসে এসে ভর্তি ফি দেয়ার ৬ হাজার করে টাকা ফেরত নিতে আসে। এসময় প্রতিষ্ঠানটির মালিক ও কর্মীদের আশ্বাসে ফিরে যায় তারা। এরপর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ঋণের বা ভর্তি ফি দেয়ার টাকা না পেয়ে গত ২ মার্চ আবারও ১৫-২০ জন সদস্য অফিসে আসে।

এসময় কাউকে না পেয়ে তারা অফিসের সকল আসবাবপত্রে লুট করে নিয়ে যায় সদস্যরা। জানা যায়, এরপর থেকেই বন্ধ রয়েছে অফিসের সকল কার্যক্রম। এখনও জেলা শহরের সিসিডিবি মোড়ের সেই অফিসে প্রতিদিন ঘুরছেন সাধারণ সদস্যরা। জানা গেছে, প্রতিষ্ঠানের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সদস্যদের কাছ থেকে নেয়া ৬ হাজার টাকা ফেরত দিয়েছেন কয়েকজন কর্মী।

কাঁঠাল পাতের ব্যবসা করেন জেলা শহরের চাঁদলাই এলাকার মো. বিশু। তিনি বলেন, সদস্য হিসেবে ভর্তি হওয়া এক বছর হয়ে গেল। গরু কেনার ১ লাখ টাকা ঋণ দেয়ার কথা বলে ৬০০০ টাকা ফি নিয়েছে। এমনকি সদস্য হওয়ার পর কোন বই বা রশিদ দেয়নি। এখন এসে দেখি অফিস বন্ধ। যে মহিলা আমাদেরকে ভর্তি করেছিল, তাকেও ফোনে পায়না।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর চাকপাড়ার ফাজেলের স্ত্রী রাইহেনা বেগম, চরমোহনপুর এলাকার সাদিকুল ইসলামের স্ত্রী নাসেরা, জহুরুল ইসলামের স্ত্রী জাকিয়া বেগমসহ আরও অন্তত ১০-১৩ জন নারী এসে অফিসের সামনে সদস্য ভর্তি ফি বাবদ দেয়া ৬ হাজার টাকা ফেরত নেয়ার জন্য বসে আছেন।তারা বলেন, আমরা এখন আর ঋণের টাকা চাই না। সদস্য ভর্তি হওয়ার এক মাসের মধ্যে ঋণের এক লাখ টাকা দেয়ার কথা বলে বছরজুড়ে ঘুরাচ্ছে। আমরা গরিব মানুষ ধারদেনা করে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছি।

বটতলাহাট মিরপাড়ার রফিকুল আলমের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, গরু কেনার টাকা দিব বলে টাকা নেয়ার পর গরু পালন বিষয়ে একটা প্রশিক্ষণও করেছি। তিন মাস পরে ঋণ বলে টাকা নিয়েছে। বছর পেরিয়ে গেল। ফোন করলেও অফিসের কাউকে পায়না। প্রতিদিন এসে ঘুরে যাচ্ছি।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিয়ালা কলোনীর মাহাবুল ইসলাম বলেন, ৪ মাস আগে স্ত্রী ও বোনের মিলে ১২ হাজার টাকা দিয়ে সদস্য হিসেবে বাদিয়াখালি দুঃস্থ মাতা মহিলা সমিতিতে ভর্তি হয়েছি। গত কয়েকদিন ধরে অফিস ঘিরে বসে ছিলাম। পরে দেখি, আর কেউ আসেনা অফিসে। তাই ক্ষিপ্ত হয়ে অফিসের চেয়ার-টেবিল, ফ্যান, আলমারি সবকিছু খুলে নিয়ে চলে গেছে সদস্যরা। কয়েকদিন আগে এক কর্মীকে আটক করে সদস্য ভর্তির ফি আদায় করা হয়েছে বলো জানান তিনি।

বাদিয়াখালি দুঃস্থ মাতা মহিলা সমিতির অফিসের নিচতলায় ব্যাটারির দোকান রয়েছে জহুরুল ইসলামের। তিনি বলেন, আমাদের জানা মতে প্রতিষ্ঠানটি মুক্তি ফাউন্ডেশন নামে চলতো। কিন্তু সাইনবোর্ড ছিল ইকো সোসাইটি নামের। গত ২ মার্চ বিকেল ৪টার দিকে সব সদস্যরা মিলে সব আসবাবপত্র নিয়ে চলে গেছে। আসবাবপত্র নিয়ে যাওয়ার পরেও অনেক সদস্য অফিসের সামনে এসে ঘুরে যাচ্ছে।

যেই ভবনে অফিস রয়েছে তার মালিক কয়েস আলী মাস্টার জানান, তারা ৯ মাস ধরে ভাড়া নিয়ে দ্বোতলায় তাদের কার্যক্রম পরিচালনা করছে। এখন পর্যন্ত ভাড়া নেয়ার চুক্তিপত্র হয়নি। এখনও ৪ মাসের ভাড়া বাকি রয়েছে। ঋণের টাকা না দেয়ার কারনে গত ২ মার্চ সদস্যরা তালা অফিসের সব আসবাবপত্র নিয়ে চলে গেছে। পরে আমার নিজের একটি তালা দ্বিতীয় তলা আটকে রেখেছি। এমনকি মূল মালিক আব্দুল খালেক ফোন রিসিভ করেনা।

বাদিয়াখালি দুঃস্থ মাতা মহিলা সমিতির মাঠকর্মী মুকশেদা, শান্তি, ইরানীসহ আরও কয়েকজন বলেন, এখানে আমরাও অসহায়। গত এক বছর ধরে টাকা তুলে আমরা মালিক আব্দুল খালেককে দিয়েছি। এরপর বিভিন্ন প্রশিক্ষণ, অফিসিয়াল কাজের নাম করে সদস্যদেরকে ঘুরাতে হচ্ছে। মালিক আব্দুল খালেক এখনও ঋণের টাকা দেয়া হবে বলছে। এদিকে, সদস্যরা আমাদেরকে সদস্য ফি বাবদ দেয়া ৬ হাজার টাকা ফিরিয়ে নিতে ব্যাপক চাপ দিচ্ছে। কর্মীরা যাদের কাছ থেকে নিয়েছে, তাদেরকে নিজের পকেট থেকে টাকা শোধ করতে হবে।

এবিষয়ে কথা বলতে বাদিয়াখালি দুঃস্থ মাতা মহিলা সমিতির পরিচালক আব্দুল খালেকের সাথে তার ব্যবহৃত দুইটি নাম্বারে অন্তত ১৪ বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, এবিষয়ে থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান বলেন, এমন কোন প্রতিষ্ঠানের বিষয়ে জানি না। এমনকি কেউ কোন অভিযোগও করেনি। তবে খোঁজ-খবর নিয়ে তাদের ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার