Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

মিরসরাইয়ে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় ফ্রি ব্লাড গ্রুপিং,ডায়াবেটিস পরীক্ষা

২৩ মার্চ, ২০২২ ১২:৪৪ অপরাহ্ণ
মিরসরাইয়ে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় ফ্রি ব্লাড গ্রুপিং,ডায়াবেটিস পরীক্ষা
চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রামের মিরসরাইয়ে সপ্তাহব্যাপী ‘মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী’ মেলায় ফ্রি ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে। মিরসরাই প্রেসক্লাবের স্টলে এ আয়োজনে সহায়তা করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতাল। উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলা শেষ হবে বুধবার (২৩ মার্চ)। এদিনও থাকবে মিরসরাই প্রেসক্লাবের এমন আয়োজন।

এদিকে মঙ্গলবার (২২ মার্চ) সকাল থেকে শিক্ষার্থীদের ফ্রি ব্লাড ক্যাম্পিংয়ে ছিল উপচেপড়া ভিড়। সকাল থেকে দুপুর পর্যন্ত শত শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

মিরসরাই প্রেসক্লাব সভাপতি নুরুল আলম বলেন, বর্তমান সময়ে রক্তের গ্রুপ জানা ও ডায়াবেটিক পরীক্ষা করা খুবই প্রয়োজন। প্রত্যন্ত এলাকার মানুষদের বেশিরভাগই তাদের রক্তের গ্রুপ জানে না। এছাড়া স্কুল-কলেজের অনেক শিক্ষার্থীও জানে না তাদের রক্তের গ্রুপ কি। এজন্য মেলায় রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক পরীক্ষার ফ্রি ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান ঈশান বলেন, মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় সাধারণ মানুষকে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক পরীক্ষার সেবা দিতে পেরে আমরা গর্বিত। এমন মানবিক কাজে আমাদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় মিরসরাই প্রেসক্লাব ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।

শেয়ার