এদিকে মঙ্গলবার (২২ মার্চ) সকাল থেকে শিক্ষার্থীদের ফ্রি ব্লাড ক্যাম্পিংয়ে ছিল উপচেপড়া ভিড়। সকাল থেকে দুপুর পর্যন্ত শত শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
মিরসরাই প্রেসক্লাব সভাপতি নুরুল আলম বলেন, বর্তমান সময়ে রক্তের গ্রুপ জানা ও ডায়াবেটিক পরীক্ষা করা খুবই প্রয়োজন। প্রত্যন্ত এলাকার মানুষদের বেশিরভাগই তাদের রক্তের গ্রুপ জানে না। এছাড়া স্কুল-কলেজের অনেক শিক্ষার্থীও জানে না তাদের রক্তের গ্রুপ কি। এজন্য মেলায় রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক পরীক্ষার ফ্রি ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান ঈশান বলেন, মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় সাধারণ মানুষকে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিক পরীক্ষার সেবা দিতে পেরে আমরা গর্বিত। এমন মানবিক কাজে আমাদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়ায় মিরসরাই প্রেসক্লাব ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।