সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম আলীর সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। সেমিনারটির সমন্বয় করেন সমাজকল্যাণ সংগঠক
ওয়ালিউল হক।
সেমিনারে পৌর মেয়র জাকিয়া খাতুন, সমাজ সেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মোশাররফ হোসেন, পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালি, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিরচালক মকছুদুল কবীর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী, প্রোগ্রামার মো. নূরুল আমিন, উন্নয়ন সংগঠন পরস্পরের নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকী, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ প্রমুখ বক্তব্য দেন।
সেমিনারে ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে করণীয় বিষয়ে বেশ কিছু সুপারিশ করা হয়।
দিনব্যাপী সেমিনারে জেলা পর্যায়ের কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের জেলা উপজেলা পর্যায়ের কর্মকতা,এনজিও প্রতিনিধি, সমাজকর্মী, গণমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।