Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

পঞ্চগড়ে ক্ষুদ্রঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২৩ মার্চ, ২০২২ ১:৪৩ অপরাহ্ণ
পঞ্চগড়ে ক্ষুদ্রঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পঞ্চগড় প্রতিনিধি :

‘‘ক্ষুদ্রঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে করণীয়’’ শীর্ষক এক সেমিনার মঙ্গলবার শহর সমাজ সেবা কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পঞ্চগড় শহর সমাজসেবা কার্যালয় আয়োজিত সেমিনারে রংপুর সমাজ সেবা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. আব্দুল মোতালেব সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম আলীর সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়। সেমিনারটির সমন্বয় করেন সমাজকল্যাণ সংগঠক
ওয়ালিউল হক।

সেমিনারে পৌর মেয়র জাকিয়া খাতুন, সমাজ সেবা অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মোশাররফ হোসেন, পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন ডালি, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিরচালক মকছুদুল কবীর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী, প্রোগ্রামার মো. নূরুল আমিন, উন্নয়ন সংগঠন পরস্পরের নির্বাহী পরিচালক আকতারুন নাহার সাকী, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ প্রমুখ বক্তব্য দেন।

সেমিনারে ক্ষুদ্র ঋণের সুষ্ঠু ব্যবহার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের মানোন্নয়নে করণীয় বিষয়ে বেশ কিছু সুপারিশ করা হয়।
দিনব্যাপী সেমিনারে জেলা পর্যায়ের কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের জেলা উপজেলা পর্যায়ের কর্মকতা,এনজিও প্রতিনিধি, সমাজকর্মী, গণমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার