বুধবার বেলা ১১ টার দিকে হাজীগঞ্জ থানায় শিশু জোবায়েরা আক্তার মিনার মা-বাবার কোলে তুলে দেয়া হয়।
পুলিশের উপ-পরিদর্শক নিজাম বলেন, রাজধানীর শাহজাহানপুর এলাকায় ডিএমপি পুলিশের সহায়তায় রাতেই শিশুকে উদ্ধার করা হয়। তবে ওই সময় শিশুকে কিনে নেয়া ব্যক্তিরা বাসায় ছিলেন না। তাদের কাজের ভুয়া থেকে শিশুকে উদ্ধার করা হয়।
সাবেক কাউন্সিলর রায়হানুর রহমান জনি বলেন, শিশুকে উদ্ধার করতে পুলিশের সাথে ঢাকায় গিয়েছি।
বশির মজুমদারের দুই কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে সংসার। একটি সড়ক দুর্ঘটনায় তার পা ভেঙ্গে যায়। পরে রড লাগানো হয়। টাকার সংকটে সেই রড খুলতে পারছেন না তিনি। বিভিন্ন ব্যাক্তি ও এনজিওর কাছে আছে প্রায় ৫ লাখ টাকার ঋণ। চিকিৎসা খরচ ও ঋণের টাকা যোগাতে এক বছর বয়সী কন্যা শিশু মিনাকে বিক্রি করে দেয়।
সে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ড খাটরা-বিলওয়াই মজুমদার বাড়ীর বাসিন্দা।
শিশুকে পেয়ে মা আছমা বেগম জানান, আল্লাহর মেহেরবাণিতে মিনাকে আমার কোলে ফিরে পেয়েছি।
গত সোমবার চাঁদপুরে কোট এভিডেভিড এর মাধ্যমে শিশুকে বিক্রি করেন তারা। এদিকে শিশুর বাবা বশির মজুমদার একটি ব্যাংক একাউন্ট খুলেছেন। তার এই ব্যাংক একাউন্টে চাইলে কেউ এই পরিবারের জন্য সহযোগিতা করতে পারেন।