Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

রাত জেগে পেঁয়াজ ক্ষেত পাহারায় চাষিরা

২৩ মার্চ, ২০২২ ১:৫৯ অপরাহ্ণ
রাত জেগে পেঁয়াজ ক্ষেত পাহারায় চাষিরা
আর আই রাজিব, ঝিনাইদহ :

ঝিনাইদহের শৈলকুপায় মাঠের পর মাঠ পেঁয়াজ ক্ষেত নিয়ে চিন্তায় কৃষকরা। চলছে পেঁয়াজ তোলার মৌসুম তবে তার আগেই চোরচক্র হানা দিচ্ছে পেঁয়াজের ক্ষেতে। ক্ষেত থেকেই চুরি হয়ে যাচ্ছে পেঁয়াজ।

এদিকে, পেঁয়াজ চুরি ঠেকাতে মাঠেই টানানো হয়েছে তাবু। চোর ধরতে তাবুর ভেতরে ওঁত পেতে থাকছে ১৫-২০ জন করে যুবক-বৃদ্ধ। কারও হাতে টর্চ লাইট আবার কারও হাতে লাঠি। সারারাত জেগে পালাক্রমে এভাবে চলছে পাহারা।

সম্প্রতি শৈলকূপার মনোহরপুর গ্রামে শাহিন নামের এক যুবকের ক্ষেত থেকে পেঁয়াজ চুরির ঘটনা ঘটে। এরপর থেকে গ্রামটিতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান পাহারাদাররা। গ্রামটির বাসিন্দা রিয়াজুল জানান, তার ৫ বিঘা জমিতে পেঁয়াজ রয়েছে। জমির পেঁয়াজ চুরি ঠেকাতে রাত জেগে দিচ্ছেন পাহারা। প্রতিকূল আবহাওয়া থাকায় পেঁয়াজের ফলন কম ও অতিরিক্ত খরচ হওয়ায় এমনিতেই মাথায় হাত, তার উপর চোর চক্রের হানা। এ যেন মরার উপর খাঁড়ার ঘা। পেঁয়াজের দাম ভালো না হলে সর্বস্ব খোয়াবেন বলছেন তিনি। তাই শেষ সম্বলটুকু রাত জেগে পাহাড়া দিচ্ছেন। এমন পাহারা দেয়ার কথা জানান- জিকরুল, রাজিব, লিটন, আরাফাত, জনি, রনি, রাজুসহ অনেকেই ।

সরেজমিন দেখা যায়, নতুন নতুন দৃশ্য। রাত ১০ টায় মাঠের ঠিক মাঝখানে আলো জ্বলছে। এগিয়ে যেতেই বোঝা গেলো এটা তাবু। তার ভেতরে ১৫-২০ জন মানুষ কাঁথা-কম্বল গায়ে দিয়ে বসে আছে। আবার ঘুম তাড়াতে কারো কারো হাতে কিছু শুকনা খাবার, কেউ কেউ খাচ্ছে মুড়ি।

এদিকে শৈলকুপার ৯নং মনোহরপুর, ১২ নং নিত্যানন্দনপুর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে পুলিশের পক্ষে করা হয়েছে মাইকিং। কোনো ধরনের চুরি, জোর পূর্বক পেঁয়াজ তুলে নেয়া, সামাজিক বিরোধে পেঁয়াজ লুটপাট ঠেকাতে এমন ভূমিকা নিয়েছে পুলিশ।

নিত্যানন্দনপুর ইউনিয়নে বিট পুলিশিংয়ের দায়িত্বে থাকা এসআই রেজাউল ইসলাম জানান, পেঁয়াজ ক্ষেতের মালিক নিজেও ক্ষেতের ফসল তুলতে পারবে না, অনুমতি নিতে হবে প্রশাসনের। যাতে কৃষকেরা স্বস্তিতে নিজেদের ফসল ঘরে তুলতে পারে।
শৈলকূপার বিভিন্ন এলাকায় চোরচক্র আর দুর্বৃত্তদের হানা নিয়ে অবশ্য কৃষি অফিসের পক্ষ থেকে করণীয় বা এখনো কোনো সুরাহা দেয়া হয়নি কৃষকদের, মাঠে দেখা যায়নি উপ-সহকারী কৃষি কর্মকর্তাদেরও।

তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শৈলকুপা উপজেলা কর্মকর্তা আকরাম হোসেন জানান, বিষয়টি দুঃখজনক কিছু এলাকা থেকে এমন চুরির খবর পাচ্ছেন কৃষকদের কাছ থেকে। বিষয়টি নিয়ে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের কাছে জানানো হয়েছে বলে জানান।

প্রসঙ্গত, ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় ব্যাপকভাবে পেঁয়াজ চাষ করে কৃষকেরা। জেলার ভেতরে সবচেয়ে বেশি পেঁয়াজ হয় এ উপজেলাতে। এখানকার পেঁয়াজ যায় দেশের বিভিন্ন অঞ্চলে। শৈলকূপাতে গত বছর পেঁয়াজ চাষ হয় ৭ হাজার ৮০৯ হেক্টর জমিতে। উৎপাদন হয় ১ লাখ ১৬ হাজার ৫০০ টন পেঁয়াজ। এ বছর পেঁয়াজ চাষের লক্ষমাত্র ধরা হয়েছে ৭ হাজার ৯০৬৬ হেক্টর জমি। তবে লক্ষ মাত্রার চেয়েও বেশি পরিমাণ জমিতে পেঁয়াজ চাষ করেছে কৃষকেরা। এবছর পেঁয়াজ চাষ হয়েছে ৮ হাজার ৪০৫ হেক্টর জমিতে।

 

শেয়ার