Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

দর্শনায় শিগগিরই স্থলবন্দরের কার্যক্রম শুরু

২৩ মার্চ, ২০২২ ৩:৫৭ অপরাহ্ণ
দর্শনায় শিগগিরই স্থলবন্দরের কার্যক্রম শুরু
মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা :

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা স্থলবন্দরের জমি অধিগ্রহণের পর শিগগিরই স্থবন্দরের কার্যক্রম শুরু হবে বলে জানালেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়রম্যান মো. আলমগীর।

মঙ্গলবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে দর্শনা স্থল বন্দর পরিদর্শন করে তিনি একথা বলেন।

দর্শনা সীমান্তবর্তী এলাকায় জমির জন্য বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়রম্যান মো. আলমগীর। পরিদর্শন শেষে দুপুর ১টার দিকে দর্শনা আন্তর্জাতিক বিজিবি সম্মেলনকক্ষে প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় তিনি বলেন, ‘২৬ ফেব্রুয়ারি দর্শনা স্থল পথকে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে এনবিআর। দর্শনা স্থলবন্দরের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। দর্শনা স্থলবন্দরটি মডেল বন্দর হিসেবে চালু করতে ব্যবস্থা নেবে সরকার। শিগগিরই এ বন্দর চালু হবে।’

এ সময় উপস্থিত ছিলেন যশোর বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, স্থলবন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যানের একান্ত সচিব মো. কবির খাঁন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. জসিম উদ্দিন, চুয়ডাঙ্গা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শারমীন আক্তার, চুয়াডাঙ্গা এনএসআই পরিচালক জামিল হোসেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, দর্শনা পৌর মেয়ার মতিয়ার রহমানসহ আরও অনেকে।

শেয়ার