Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

মাদক গ্রহণের প্রমাণ, পল্লবী থানার এসআই ক্লোজড

০৬ জানুয়ারি, ২০২১ ১০:৫১ পূর্বাহ্ণ
মাদক গ্রহণের প্রমাণ, পল্লবী থানার এসআই ক্লোজড

রাজধানীর পল্লবী থানার এসআই আরিফ হোসেন মল্লিকের মাদক গ্রহণ প্রমাণিত হওয়ায় তাকে ক্লোজড করা হয়েছে। ডোপ টেস্টে আরিফ হোসেন মল্লিকের মাদক গ্রহণের প্রমাণ পাওয়ায় তাকে ক্লোজড করা হয়েছে বলে জানান পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী।

সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করা হয়েছে। ৫ মাস আগের ডিএমপি’র সদর দপ্তরের তালিকা অনুযায়ী আরিফের বিরুদ্ধে হেরোইন সেবনের প্রমাণ পাওয়া গেছে। এক সপ্তাহ আগে তাকে রাজারবাগ পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

একাধিক সূত্র জানায়, পল্লবী এলাকার বিহারী-অবাঙালি ক্যাম্পগুলো মূলত মাদকের আখড়া। এ সুবাদে মাদক ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ সখ্যতা গড়ে উঠে আরিফের। এক পর্যায়ে আরিফ নিজেই মাদকাসক্ত হয়ে পড়েন। হেরোইনে আসক্ত আরিফ হোসেন মল্লিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি ইতিহাস বিভাগে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন।

পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী মঙ্গলবার রাতে গণমাধ্যমকে বলেন, ৫-৬ মাস আগের ডোপ টেস্টে আরিফের পজিটিভ আসে। এরপর গত সপ্তাহে তাকে রাজারবাগ পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার