Top
সর্বশেষ

করোনায় মাথাপিছু আয় কমে মানুষ গরিব হয়েছে: বিশ্বব্যাংক

০৬ জানুয়ারি, ২০২১ ১১:৩০ পূর্বাহ্ণ
করোনায় মাথাপিছু আয় কমে মানুষ গরিব হয়েছে: বিশ্বব্যাংক

করোনাভাইরাস মহামারিতে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয় দেশগুলোকে আরও পরিবেশবান্ধব, দক্ষ ও ন্যায্য উন্নয়নের পথ অনুসরণের সুযোগ দিচ্ছে বলে মনে করে বিশ্বব্যাংক।

তবে অতি মাত্রায় ঋণের বোঝা ও বিপর্যয় থেকে উত্তরণে দরিদ্র দেশগুলোর সামনে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেছে সংস্থাটি।

স্থানীয় সময় মঙ্গলবার বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

ওই প্রতিবেদনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস করে বলেন, ‘অনিয়ন্ত্রিত ঋণের সমস্যা ও তা নিরসনে যথাযথ উদ্যোগহীনতা করোনাসৃষ্ট অর্থনৈতিক বিপর্যয় থেকে দরিদ্র দেশগুলোর বের হওয়া বিলম্বিত করবে।’

গত বছর বৈশ্বিক অর্থনীতি ৪.৩ শতাংশে সংকুচিত হওয়ার বিষয় বিশ্বব্যাংকের প্রতিবেদনটিতে উঠে আসে। চলতি বছর চার শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

২০২২ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩.৮ শতাংশ পর্যন্ত যাবে বলে ধারণা করছে বিশ্বব্যাংক। তবে এ প্রবৃদ্ধি নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে টিকা সংগ্রহ ও বিতরণে দেরি এবং করোনাসৃষ্ট অন্যান্য সমস্যা অর্থনৈতিক পুনরুদ্ধারকে পিছিয়ে দেবে।

প্রতিবেদনে বলা হয়, করোনায় ৯০ শতাংশেরও বেশি উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতির দেশে মাথাপিছু আয় কমেছে। এতে লাখ লাখ মানুষ আবার গরিব হয়েছে।

এতে আরও বলা হয়, উল্লিখিত এক-চতুর্থাংশেরও বেশি দেশে অন্তত ১০ বছরের মাথাপিছু আয়ের অর্জনকে ধূলিসাৎ করেছে করোনা।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার