Top
সর্বশেষ
‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ শুনানি আজ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক পাকিস্তান থেকে খেজুর, কমলাসহ কৃষিপণ্য আমদানিতে বড় সম্ভাবনা ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্যের মামলা

দেশে অভাব নেই, সোনার হরিণ ধরতে ছুটবেন না: প্রধানমন্ত্রী

০৬ জানুয়ারি, ২০২১ ১২:১১ অপরাহ্ণ
দেশে অভাব নেই, সোনার হরিণ ধরতে ছুটবেন না: প্রধানমন্ত্রী

দেশে কাজের অভাব নেই তাই হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ১০০ অর্থনৈতিক অঞ্চল হচ্ছে সেখানে দক্ষ কর্মী আমাদেরও লাগবে। কারো কাজের অভাব হবে না। দেশে কাজের অভাব নেই, খাবারের অভাব নেই। দয়া করে সোনার হরিণ ধরতে ছুটবেন না।

বুধবার সকালে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অনেকেই মনে করে বিদেশে গেলেই বুঝি অনেক অর্থ উপার্জন করা যায়। এমন প্রলোভনে পড়বেন না, দালালদের খপ্পরে পড়বেন না। কারো প্ররোচনায় বিদেশে গিয়ে নিজের ও পরিবারের ক্ষতির কারণ হবেন না।

এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও রিক্রুটিং এজেন্সিগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা আশা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, মানুষকে মানুষের মর্যাদা দিতে হবে। তাদের যেন কোনো সমস্যা না হয়। কাউকে বিদেশে পাঠানোর আগে সেখানে নিরাপত্তা আছে কি না এটা নিশ্চিত করতে হবে, বিশেষ করে মেয়েদের।

প্রধানমন্ত্রী আরো বলেন, করোনাভাইরাসের কারণে যারা বিদেশ চাকরি হারিয়ে দেশে ফিরেছেন, তারা প্রবাসীকল্যাণ ব্যংকের মাধ্যমে সহজে ঋণ নিয়ে আত্মনির্ভরশীল হতে পারেন।

তিনি বলেন, করোনার জন্য অনেক দেশেরই অর্থনীতি স্থবির, যার কারণে অনেকেই কাজ হারিয়ে দেশে ফিরছেন। যারা দেশে ফিরে এসেছেন, তাদের জন্যও আমরা ব্যবস্থা নিয়েছি।

হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করতে পারবেন। হতাশ না হয়ে পূর্ণ উদ্যমে কাজ করবেন। দেশের এখন অনেকগুলো মেগা প্রজেক্ট চলছে। এগুলোতেও অনেকেই কাজ পেয়েছেন। তাদেরও কিন্তু অভিজ্ঞতা হচ্ছে। এটি কাজে লাগিয়ে ভবিষ্যতে বিদেশেও তারা কাজের সুযোগ পাবেন।

শেখ হাসিনা বলেন, আমরা চাই দেশ এগিয়ে যাক। এ জন্য আমরা অনেক উদ্যোগও নিয়েছি। দেশকে আত্মনির্ভরশীল করার লক্ষ্যে আমরা কাজ করছি। আজ বাজেটের ৯৮ ভাগই আমরা নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করছি।

প্রধানমন্ত্রী জানান, যেসব দেশে অভিবাসীর সংখ্যা বেশি সেসব দেশে শ্রম উইং খোলা হচ্ছে।

তিনি বলেন, ১০ হাজারের বেশি অভিবাসী যেখানে আছে, সেখানে আমরা শ্রম ইউং খুলছি। নিজেদের চ্যান্সেরি ভবন করছি যেন প্রবাসীরা এখানে এসে বসতে পারেন।

দেশের অর্থনীতি সচল রাখা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রবাসীদের অনেক অবদান রয়েছে। এ ছাড়া প্রবাসীরা দেশের বিভিন্ন খাতে বিনিয়োগও করতে পারেন।

এ সময় প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান শেখ হাসিনা।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার