Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

মেলান্দহে অবরুদ্ধ এক দুস্থ পরিবার

২৪ মার্চ, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ
মেলান্দহে অবরুদ্ধ এক দুস্থ পরিবার
জামালপুর প্রতিনিধি :

জামালপুরের মেলান্দহে জমি নিয়ে বিরোধের জের ধরে চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন খুকি বেওয়ার পরিবারের সদস্যরা।

উপজেলার কুলিয়া ইউনিয়নে ভালুকা এলাকায় এ ঘটনা ঘটে। ৭ দিন ধরে গরু-ছাগল নিয়ে রাস্তায় রাত কাটাচ্ছে খুকি বেওয়ার পরিবারের লোকজনেরা।

উপজেলার কুলিয়া ইউনিয়নে ভালুকা এলাকায় বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, খুকি বেওয়ার বাড়িতে লোকজন চলাচলের রাস্তা বন্ধ করে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছে। বাড়ির পাশে রাস্তায় গরু ছাগল নিয়ে অবস্থান করছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী খুকি বেওয়া বলেন, ‘আমারা বাড়ির মধ্যে যাইতে পারতাছিনা বেড়া দিয়ে রাখছে। গরু-ছাগল নিয়ে রাস্তায় আছি। এই বেড়া দেওয়া নিয়ে আগেও আমার মেয়েকে সাবেদ আলী, আব্দুর রহমান, মমতাজ উদ্দীন মারধর করছে। আমার স্বামী অনেক আগেই মারা গেছে, খুব গরিব মানুষ আমারা সামান্য জায়গায় গরু বাছুর পালন করে কোন রকম দিন চলে। সাতদিন ধইরা বাঁশের বেড়া দিয়ে রাখছে, গরু নিয়ে এখন বাড়িতে নিয়ে যাইতে পারতাছিনা।’

ভুক্তভোগী খুকি বেওয়া মেয়ে তহিরন বেগম বলেন, ‘আমারে গাছের সাথে বেঁধে মারধর করছে, মমতাজ উদ্দিন,সামাদ আলীসহ তাদের লোকজন।‌ আমাকে মারধোর করা হলে পরে আমাকে আমার বোন মেলান্দহ হাসপাতালে ভর্তি করে। সেখানে তিনদিন থাইকা চিকিৎসা হইলাম। এই জমিজমার বিষয় নিয়ে থানায় মামলাও রয়েছে।’

স্থানীয়রা বলছেন, ‘কয়েকদিন ধরে খুকি ও তাঁর মেয়ে ও মেয়ে জামাই গরু নিয়ে রাস্তায় বেঁধে রেখেছেন। গরুর নিয়ে বাড়ি তুলতে পারতাছে না। বাড়িতে যাওয়ার পথে বাঁশ দিয়ে বেড়া দিয়ে রেখেছে সাবেদ আলীর বংশের লোকজন।’

অভিযুক্ত আব্দুর রহমান বলেন, ‘আমাদের জায়গায় আমরা বেড়া দিয়ে রেখেছি। পৃথিবী উল্টে গেলেও ওই বেড়া ভাঙ্গা হবে না। ওই রাস্তা দিয়ে তাঁরা বাড়িতে ঢুকতে পারবে না। আমাদের বাড়ির উপর দিয়ে জায়গা রয়েছে সেটা দিয়ে চলাচল করবে কোন সমস্যা নেই। তবে গরু-বাছুর নিয়ে ঢুকতে পারবে না। খুকি বাড়িতে যাওয়া-আসা করবে কোন সমস্যা নাই তবে তাঁর মেয়েরা বাড়িতে ঢুকতে পারবে না। এ জায়গা নিয়ে একাধিক মামলাও চলমান রয়েছে।’

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ময়নুল ইসলাম বলেন, জমিজমার বিষয়ে তাদের ধরে বিরোধ চলছে। এ ঘটনায় আদালতে মামলা রয়েছে। মারামারির ঘটনাটি আমরা জানি না।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম পত্রিকাকে বলেন, বিষয়টি আপনাদের কাছ থেকে জানলাম। এটা নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার