Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

খানসামায় সবুজের বুক চিরে হলুদ সুর্যমুখীর হাসিতেই হাসছেন চাষীরা

২৪ মার্চ, ২০২২ ৪:৫৩ অপরাহ্ণ
খানসামায় সবুজের বুক চিরে হলুদ সুর্যমুখীর হাসিতেই হাসছেন চাষীরা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :

সরকারের দেওয়া প্রণোদনার বীজে বানিজ্যিক ভাবে সূর্যমুখী চাষ করে সবুজের বুক চিরে হলুদ সুর্যমুখীর হাসিতেই লাভবান হওয়ার স্বপ্ন বুনছেন দিনাজপুরের খানসামা উপজেলার চাষিরা। উপজেলা কৃষি বিভাগের সহায়তায় নতুন মাত্রা যোগ করেছে সূর্যমূখী ফুলের চাষ। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার আমতলী, হোসেনপুর, দুহশুহ এলাকায় চাষ করা হয়েছে এই সুর্যমুখী। তবে গতবারের তুলনায় এবারে তুলনামূলক কম করা হচ্ছে সুর্যমুখী চাষ৷ গতবার কৃষকরা ৪০বিঘা চাষ করলেও এবারে তা নেমে এসেছে ৩০ বিঘায়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,‘গত মৌসুম থেকে উপজেলায় বানিজ্যিক ভাবে সুুর্যমুখীর চাষ করা হচ্ছে। ‘অনুকুল আবহাওয়া ও তেমন রোগবালাই না থাকায় (৯০-১০০ দিনে) কম সময়ে সুর্যমুখী চাষ হচ্ছে। এতে চাষীরা লাভবান হবে বলে আশা করছেন তারা। তবে আমাদের দেশে কেরোসিন করার মিল না থাকায় সুর্যমুখী চাষে অনেক চাষী অনাগ্রহ দেখাচ্ছেন।

উপজেলার আমতলী চাষি আমজাদ হোসেন জানান ‘অন্য ফসলের মতো সুর্যমুখীর তেমন রোগবালাই নেই। কম সময়ে এই ফসল ঘরে তোলা যায়। প্রথমবারের সুর্যমুখীর চাষ করে লাভবান হবো বলে আশা করছি।

দুহশুহ গ্রামের সুর্যমুখী চাষি বাবুুলের তিনি বলেন,‘এই প্রথম কৃষি অফিসের সহযোগিতায় এক বিঘা জমিতে আমি সুর্যমুখীর চাষ করছি। নিয়মিত পরিচর্যা করায় সুর্যমুখীর ফলনও ভালো হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বাসুদেব রায় জানান, কৃষি প্রণোদনার আওতায় উপজেলায় সূর্যমুখীর চাষ শুরু করা হয়েছে। চাষিদের বিনা মূল্যে সূর্যমুখীর বীজ দেওয়া হয়েছে। অনুকুল আবহাওয়া হওয়ায় সুুর্যমুখীর চাষও ভালো হয়েছে। আরও বেশী করে চাষীদের সুর্যমুখী চাষে উদ্বুদ্ধ করতে উপজেলা কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে।

 

শেয়ার