কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অটোরিকশার ধাক্কায় ফাহিম ইসলাম (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ র্ঘটনাটি ঘটেছে উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের আড়াজি পাইকডাঙ্গা গ্রামে। নিহত ফাহিম ওই গ্রামের আল আমিন হোসেনের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরের দিকে বাবুর হাট থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি অটো রিকশা রাস্তা পারা পারের সময় শিশু ফাহিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চর ভুরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মানিক উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি ঘটনাস্থলে অবস্থান করছি।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাণিজ্য প্রতিদিনকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।