Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

রূপগঞ্জে পত্রিকার তিন হকারকে মারধর

২৪ মার্চ, ২০২২ ৫:৪৬ অপরাহ্ণ
রূপগঞ্জে পত্রিকার তিন হকারকে মারধর
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পত্রিকার তিন হকারকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো এলাকায় ঘটে এ ঘটনা। এ ঘটনায় হকার হযরত আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করে।

হযরত আলী অভিযোগে বলেন, একই এলাকার আব্দুর রহমানের সাথে হযরত আলীর জমি সংক্রান্ত বিরোধ ছিল। এরই জেরে বিবাধী আব্দুর রহমান তার বাড়ী অবৈধভাবে জোরপূর্বক দখল করার পায়তারা করে আসছিল এবং তাকেসহ তার পরিবার নিয়ে জমি ছেড়ে অন্যত্রে চলে যেতে বলে। জমি ছেড়ে অন্যত্রে চলে না গেলে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রান নাশের হুমকি প্রদান করে তারা। পরে তিনি এলাকাবাসী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিদের ঘটনার বিস্তারিত জানালে প্রতিপক্ষ আব্দুর রহমান ও তার অজ্ঞাত দুই সহযোগী বুধরার রাতে তার বসতঘর ব্যপক ভাংচুর ও অকথ্য ভাষায় গালীগালাজ করতে থাকে। গালীগালাজ ও ভাংচুরে বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তাদেরকে পিটিয়ে আহত করে।

এ ব্যাপারে অভিযুক্ত আব্দুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।

এ ঘটনার পর থেকে তারা চরম আতঙ্কে বসবাস করছে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার