কুড়িগ্রামের চিলমারীতে বিশ্ব যক্ষ্মা দিবস পালন উপলক্ষে র্যালি ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে উপজেলা স্বাস্য কমপ্লেক্স ও আরডিআরএস বাংলাদেশের স্বাস্থ্য (যক্ষ্মা) কর্মসূচির উদ্যােগে ‘বিনিয়ােগ করি যক্ষ্মা নির্মুল জীবন বঁাচাই সবাই মিলে এই শ্লােগানকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা স্বাস্য কমপ্লেক্স চত্বর থেকে বের হয় উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সরে সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলােচনা সভায় বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ রবিউল ইসলাম, টিএলসিএ মোঃ নবাব আলী ও মিাঃ মিনহাজুর রহমান প্রমুখ।