যুবলীগ নেতা সাইফুলের অপরাধে মশগুল শিরোনামে সংবাদ প্রচার করায় সমকালের গাজীপুর জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলনের, বিরুদ্ধে হররানি মূলক মানহানির মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় গাজীপুর জেলা ও শ্রীপুর উপজেলার কর্মরত সাংবাদিক সমাজের ব্যান্যারে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়।
এতে জেলা ও উপজেলার সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরাও অংশ নেন। গাজীপুর টেলিভিশন ক্লাবের সভাপতি, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক ফজলুল হক মড়লের সভাপতিত্বে ও এশিয়ান টিভি উপজেলা প্রতিনিধি আবিরের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা সাংবাদিক মিলনের বিরুদ্ধে করা মানহানি মামলার তীব্র প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
পরে একটি বিক্ষোভ মিছিল উপজেলার সামনে থেকে শ্রীপুর- গোসিংগা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় গিয়ে শেষ হয়।
গত ১১ মার্চ যুবলীগের সাইফুল অপরাধে মশগুল শিরোনামে গাজীপুর মহানগর যুবলীগের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বিরুদ্ধে দৈনিক সমকাল পত্রিকায় একটি প্রতিবেদন প্রচার করা হয়। এরপর সাইফুল নিজে বাদী হয়ে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ বুধবার(২৩ মার্চ) সকালে মিলন ছাড়াও সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, প্রকাশক আবুল কালাম আজাদকে অভিযুক্ত করে মামলাটি করেন।