চাঁদপুরে ‘মাঠ পর্যায়ে পিপিএফপি ডিজিটাল কাউন্সেলিং অ্যাপ বিষয়ে ফিল্ড টেস্টিং -এর উপর দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ বৃহস্পতিবার বেলা ১০ টায় চাঁদপুর প্রেসক্লাবের ২য় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। Jhpiego এর আর্থিক ও কারিগরি সহায়তায় এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের সিভিল সার্জন, ডাক্তার শাহাদাত হোসেন; চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক, ডাক্তার একেএম মাহবুবুর রহমান; চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক, ডাক্তার মোঃ ইলিয়াছ; সহকারী পরিচালক, একেএম আমিনুল ইসলাম; এবং ডিস্ট্রিক্ট কনসালটেন্ট, ডাক্তার নাসির আহমেদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডাক্তার জুবায়ের, মতলব দক্ষিণ উপজেলার ডাক্তার নুসরাত জাহান মিথেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানভীরুল ইসলাম; মতলব দক্ষিণের উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এটিএম বোরহান উদ্দিন; চাঁদপুর সদর উপজেলার এমও(এমসিএইচএফপি), ডাক্তার শাহরিন আফরিন; এবং মতলব দক্ষিণের এমও(এমসিএইচএফপি) ডাক্তার তন্ময় বড়ুয়া। Jhpiego এর পোগ্রাম ম্যানাজার, মোহাম্মদ তারিকুল ইসলাম, এফপি কোঅরডিনেটর, ডাক্তার শারমিন জাহান, টেকনিক্যাল অফিসার (চাঁদপুর-ফেনী) ডাক্তার আরমান চৌধুরী, ডিস্ট্রিক্ট ম্যানেজার (চাঁদপুর-ফেনী) রজতাংশু সাহা, টেকনিক্যাল অফিসার (ব্রাহ্মণবাড়িয়া-মৌলভীবাজার) ডাক্তার রেহনুমা তামান্না, এম এন্ড ই অফিসার, সাইয়াদুর রহমান ও আইটি ও এডমিন অফিসার মোঃ মিজানুর রহমান প্রমুখ।