কেশবপুরে আনন্দ র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার মধ্য দিয়ে বৃহ¯পতিবার স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে পাবলিক ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সহসভাপতি তপন কুমার ঘোষ মন্টু, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান প্রমুখ।
বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ, হে বন্ধু বঙ্গবন্ধু গানের চিত্রায়ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনলেখ্য চিত্রায়ন ও সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের
অংশগ্রহণে এক মনোজ্ঞপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।