Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

মেধাবী ছাত্রী ফারজানার বাচার আকুতি

২৫ মার্চ, ২০২২ ১২:৩৩ অপরাহ্ণ
মেধাবী ছাত্রী ফারজানার বাচার আকুতি
মাগুরা প্রতানিধি :

স্কুল ছাত্রীর নাম ফারজানা রহমান। মাগুরা জেলার নহাটা পানিঘাটা গ্রামের দিনমজুর মিজানুর রহমানের মেয়ে। সেতুর নহাটা গার্লস স্কুল এন্ড আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির একজন মেধাবী ছাত্রী।

করোনাকালের শুরুর দিকে হঠাৎ মেয়েটির গলা দিয়ে শ্বাসকষ্টজনিত সমস্যায় কাশির সাথে রক্ত বের হতে থাকে। আকষ্মিক এধরণের সমস্যায় পরিবারের ওপর দুশ্চিন্তার পাহাড় চাপা পড়ার উপক্রম হয়।

বন্ধু, স্বজন, শুভাকাঙ্ক্ষী, এলাকাবাসীর সহযোগিতা এবং নিজেদের শেষ সম্বল সামান্য জমি বিক্রি করে দেশের প্রায় সব নামকরা হাসপাতালে প্রায় দু’বছর যাবৎ চিকিৎসা নিতে গিয়ে একেবারে নিঃস্ব প্রায় পরিবারটি। বাংলাদেশের নামি-দামি সব হাসপাতাল ঘুরে সুচিকিৎসা পায়নি ফারজানা। কিন্তু সম্ভাবনাময় মেধাবী ছাত্রী ফারজানা, যে কিনা নিজেই একদিন চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে। বেঁচে থাকার আকুতি এবং জীবনে বড় কিছু হওয়ার তীব্র আকাঙ্ক্ষা তাকে সবসময় তাড়িত করে। সে আশায় বুক বেঁধে এশিয়া মহাদেশের সুচিকিৎসার রাজধানী খ্যাত ভারতের চেন্নাইয়ের (CMC- ক্রিস্টিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল) ভেলরে জীবন বাঁচাতে চিকিৎসা নিতে বাবার সাথে পাড়ি জমায় ফারজানা।

মহান আল্লাহর অশেষ কৃপায় রোগ নির্ণয় করতে সক্ষম হয় CMC হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী। ফুসফুসের কোন এক জায়গা দিয়ে রক্ত ক্ষরণ হয় ফারজানার। এজন্য তার ফুসফুসে অপারেশনের জন্য প্রয়োজন প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা। যা তার দিনমজুর পিতার পক্ষে জোগাড় করা কোনভাবেই সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে ফারজানার জীবন বাঁচাতে দেশে এবং প্রবাসে থাকা মানবিক হৃদয়ের অধিকারী বিত্তবান এবং সামর্থবান মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া প্রয়োজন মনে করে সে সবার প্রতি উদাত্ত আহবান ও অনুরোধ জানিয়েছে।

শেয়ার