Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

ছাত্রকে বলাৎকার করায় শিক্ষক গ্রেপ্তার

২৫ মার্চ, ২০২২ ১২:৩৮ অপরাহ্ণ
ছাত্রকে বলাৎকার করায় শিক্ষক গ্রেপ্তার
উখিয়া প্রতিনিধি :

কক্সবাজারের গোলদীঘির পাড় এলাকায় অভিযান পরিচালনা করে একজন এজাহারভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১৫ এর সদস্যরা।

গ্রেপ্তারকৃত আসামী হলেন মহেশখালীর নুর আহাম্মদের ছেলে মোঃ আব্দুল করিম (৩০)।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোর সাড়ে ৪ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, ২০২১ সালের ১৫ ডিসেম্বরে হাটহাজারীর মৃত সোলাইমানের ছেলে মোঃ আব্দুর রহমান একটি অভিযোগ দায়ের করেন। সেখানে বলা হয়েছে তার ছোট বোনের বড় ছেলে মোঃ আবু বক্কর মু’আজ বিন জাবাল মাদ্রাসার একজন আবাসিক ছাত্র। ঐ মাদ্রাসার শিক্ষক আব্দুল করিম (৩০) তার ভাগিনার সরলতার সুযোগ নিয়ে বলাৎকার করে আসছিল এবং কাউকে না জানানোর জন্য নানা রকম ভয়ভীতি প্রদর্শন করে। যার ফলে ভিকটিম কাউকে কিছু না বলে চুপচাপ থাকে।

পরে বিষয়টি ভিকটিমের মা জানলে বাদীকে জানায়। এর পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ১৫ ডিসেম্বরে ঐ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে নাবালক ছেলে শিশুকে বলাৎকার করার অপরাধে চট্টগ্রাম হাটহাজারী থানায় মামলা করা হয়। যার মামলা নং -৩৮ / ৫১৭। বিষয়টি র‍্যাব -১৫ অবগত হয়ে বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোর সাড়ে ৪ টার দিকে গোলদিঘীর পাড় থেকে আসামীকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব -১৫ এর সহকারী পরিচালক (ল ’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বের মামলা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার