দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগের সরেজমিন তদন্ত শুরু করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত দিনাজপুর সার্কিট হাউসে স্থানীয় সরকার বিভাগের পরিচালক-১ (যুগ্ম সচিব) কামাল হোসেন এই তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।
এর আগে দিনাজপুর ২০২১ সালের ২৮ নভেম্বর পৌরসভার বর্তমান ও সাবেক কাউন্সিলরেরা স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী বরাবর অভিযোগপত্র করেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৪ বছরে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিপি) আর্থিক সহায়তা তহবিল থেকে প্রাপ্ত ৩ কোটি ১৫ লাখ ২২ হাজার ৫০০ টাকার কোনো টেন্ডার করা হয়নি। ফলে টাকাগুলো ফেরত চলে যায়। বাজেটে বরাদ্দ না থাকলেও ২০২০-২১ অর্থ বছরে ১৫ লাখ টাকা গরিব, দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে বিধি বহির্ভূতভাবে বিতরণ করেন। মেয়রের দায়িত্ব গ্রহণকাল ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত ১১ বছরে রাজস্ব ও এডিপি হতে ১৫১ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৬২৪ টাকা আয় হয়। সেই টাকা দিয়ে পৌরসভার কর্মকর্তা, কর্মচারীদের বেতন ও অন্যান্য ব্যয় পরিশোধ করার পরেও উদ্বৃত্ত টাকা দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা সম্ভব। কিন্তু পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম কাউন্সিলরদের বলছেন ফান্ডে কোনো টাকা নাই।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী সুইপার, কেয়ারটেকার, মৌলভি, পুরোহিত ও ডোম ছাড়া চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগের সুযোগ না থাকলে বিভিন্ন বিভাগে ১৬২ জন অতিরিক্ত কর্মচারী নিয়োগ দিয়েছেন। এ ছাড়া প্রায় ১০০ জন চুক্তিভিত্তিক কর্মচারী কোনো রকমের কাজ না করেই বেতন উত্তোলন করেন। ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ব্যাটারি চালিত ইজি বাইকের নিবন্ধন দিয়ে ১ কোটি ৬০ লাখ টাকা আদায় করা হলেও তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। ২০২০ সালের নির্বাচনের দুই মাস পূর্বে তিনি সরাসরি ১০ লাখ টাকার বৈদ্যুতিক বাল্ব টেন্ডার ছাড়াই কিনেছেন।
পৌরভবনের ফুল বাগানের জন্য আলোকসজ্জা করে ৪ লাখ ৫০ টাকার বিল করেছেন, যা বাস্তবসম্মত নয়।
অভিযোগ করা হয়, বর্তমান মেয়রের প্রথম দায়িত্ব গ্রহণ অর্থাৎ ২০১১ সালের ১৫ ফেব্রুয়ারির আগ পর্যন্ত পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া ছিল ২ কোটি ২৯ লাখ ৯৩ হাজার ৯৫২ টাকা। পরে ২০২১ সালের জুন মাস পর্যন্ত পৌর সভার বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে ১৪ কোটি ৩৪ লাখ ৯০ হাজার ৭৮৫ টাকা। পৌর মেয়র হিসেবে সৈয়দ জাহাঙ্গীর আলমের দায়িত্ব গ্রহণের সময় কোষাগারে প্রায় ১ কোটি টাকা জমা ছিল। কিন্তু বর্তমানে তা শূন্য রয়েছে। দিনাজপুর পৌরসভার নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দকৃত সরকারি অর্থের কোনো হদিস নেই। ইতিপূর্বে দাতা সংস্থা কর্তৃক প্রায় ২৫ কোটি টাকা বরাদ্দ পাওয়ার পরও মেয়র শর্ত পূরণ করতে না পারায় উক্ত অর্থ ফেরত চলে যায়।
দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ বলেন, আমরা ২০২১ সালের ২৮ নভেম্বর দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী বরাবর অভিযোগ পাঠাই। আজ মঙ্গলবার তদন্তকারী কর্মকর্তার কাছে আমাদের প্রমাণাদি দাখিল করেছি।
দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর বলেন, যেহেতু তদন্ত কমিটি কাজ করছে, তাই এই মুহূর্তে আমার কিছু বলা ঠিক হবে না। তবে আমি কোনো অপরাধ করি নাই। আমার বিরুদ্ধে ইতিপূর্বে বহুবার তদন্ত হয়েছে, সে সময় আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। এবারও নির্দোষ প্রমাণিত হব।