Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

ভোগান্তির অপর নাম দৌলতদিয়া ফেরিঘাট

২৫ মার্চ, ২০২২ ১:৪২ অপরাহ্ণ
ভোগান্তির অপর নাম দৌলতদিয়া ফেরিঘাট
রাজবাড়ী প্রতিনিধি :

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ব্যবহারকারি পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের চালকদের ৩০ মিনিটের নদী পার হতে সময় লেগে যাচ্ছে ৪৫ থেকে ৫০ ঘন্টা। নিরাপত্তা হীনতার মধ্যে সড়কে কাটাতে হচ্ছে দিনের পর দিন। ঘণ্টার পর ঘণ্টা খোলা আকাশের নিচে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে এ সকল চালকদের।

এ তালিকায় শুধু পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের চালকরাই নয়, দূরপাল্লার পরিবহনের চালক ও যাত্রীদেরকেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে নদী পারের জন্য।

অপচনশীল পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানগুলো নদী পারের জন্য ঢাকা-খুলনা মহাসড়ক ও গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এলাকায় অবস্থান করছে গত দুইদিন ধরে। অন্যদিকে দূরপাল্লার পরিবহনগুলোকে নদী পারের জন্য ৭-৮ ঘণ্টা সময় অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘ সময় বাসের মধ্যে বসে থেকে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধরা পড়েছে চরম বিপাকে।

শুক্রবার (২৫ মার্চ) সকালে দৌলতদিয়া ফেরিঘাটে সরেজমিন গিয়ে দেখা যায়, দৌলতদিয়া ৫ নং পন্টুন থেকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের দুই সারিতে কয়েক শত যানবাহন নদী পারের জন্য অপেক্ষা করছে। এরমধ্যে দূরপাল্লার পরিবহন রয়েছে প্রায় দেড় থেকে দুই শতাধিক। আর পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান রয়েছে প্রায় দুই শতাধিক। অন্যদিকে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীর দিকে কল্যাণপুর বাজারও ছাড়িয়ে গেছে পণ্যবাহী ট্রাকে। এ সকল ট্রাকগুলোকে কমপক্ষে দুইদিন অপেক্ষা করতে হবে নদী পারের জন্য।

ফেরি ও নাব্যতা সংকটের কারণেই এ ভোগান্তি বলে জানান একাধিক সূত্র। গত কয়েকদিন আগে এই নৌরুটের তিনটি রো-রো ফেরি মেরামতের জন্য ডক ইয়ার্ডে পাঠিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই তিনটি ফেরি বহরে যুক্ত হলে অনেকটাই ভোগান্তি কমে আসবে বলে জানান ঘাট কর্তৃপক্ষ। তবে ঘাট এলাকাতে শতশত যানবহন ও পণ্যবাহী ট্রাক নদী পারের জন্য অপেক্ষায় থাকলেও চাপ নেই ব্যক্তিগত ছোট গাড়ির। অগ্রাধিকার ভিত্তিতে ব্যক্তিগত ছোট গাড়ি নদী পার করার কারণে ঘাটে ভোগান্তি পোহাতে হচ্ছে না যাত্রীদের। ঘাট এলাকাতে এসে কিছু সময় পরই ফেরিতে উঠে যাচ্ছে ছোট গাড়িগুলো।

সাতক্ষীরা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের যাত্রী ও চালকরা বলেন, রাত ১১টার দিকে ঘাটে এসেছি। সারা রাত বাসের মধ্যেই কেটেছে। প্রায় ৮ ঘণ্টা অপেক্ষার পর ফেরিতে উঠকে পেরেছি। বাসের অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েছে।

ঝিনাইদহ থেকে ছেড়ে আসা অপচনশীল পণ্যবাহী ট্রাক চালক রফি মোল্লা বলেন, বুধবার (২৩ মার্চ) সকাল থেকে নদী পারের জন্য খোলা আকাশের নিচে রয়েছি। হয়ত আর ঘণ্টাখানের মধ্যে ফেরিতে উঠতে পারব।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনের (বিআইডাব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, ফেরী ও ঘাট সংকটের কারণে একটু যানজটের সৃষ্টি হয়েছে। আমরা চেষ্টা করছি এই দীর্ঘ সারি ঘাট এলাকায় যেন না থাকে। যত দ্রুত সম্ভব ঘাট থেকে যানবাহনের চাপ কমানো হবে।

 

শেয়ার